বিদ্যালয়ে রামদা নিয়ে হামলা, আহত ৭
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৭:৩৩ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২২, ০৭:৩৩ PM
লালমনিরহাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে রামদা নিয়ে হামলা চালিয়েছেন এক যুবক। হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ সাতজন আহত হয়েছেন।
বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার কালমাটি গুদামের চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
হামলাকারী যুবকের নাম কোরবান আলী। হামলার সময় কোরবান নিজেও আহত হয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুজ্জামান লিজু গণমাধ্যমকে বলেন, প্রতিদিনের মতো বুধবারও স্কুলে ক্লাস হচ্ছিল। এ সময় হঠাৎ করে কোরবান রামদা হাতে নিয়ে ক্লাসে ঢুকে পড়েন। সে চিৎকার করে বলতে থাকে এটা আমার স্কুল, তোরা এখানে ক্লাস করিস কেন?। এরপরই সে ভাঙচুর চালাতে থাকে।
তিনি আরও জানান, একপর্যায়ে তার কক্ষে ঢুকে তাকে কোপাতে তেড়ে আসেন কোরবান। বাধা দিতে গেলে আহত হন সহকারী শিক্ষক রেহেনা পারভীনসহ স্থানীয় কয়েকজন। পরে এলাকাবাসী কোরবানকে আটকে পুলিশে হস্তান্তর করেন।
এ বিষয়ে সদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘হামলাকারী যুবক একজন পাগল। তার বড় ভাইও পাগল। সে প্রায়ই ওই এলাকায় মানুষের ওপর চটে গিয়ে হামলা চালায়। তবে গ্রামবাসী ওই ঘটনার সময় কোরবান আলীকে আটকে পুলিশে দেন।