ঘুষের টাকাসহ শিক্ষা অফিসের সহকারী আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০২:৫০ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২২, ০৩:০৪ PM
রংপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলামকে ঘুষের ১৬ হাজার টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৭ অক্টোবর) রংপুর সদর উপজেলা শিক্ষা অফিসের নিজ কার্যালয় থেকে তাকে আটক করা হয়েছে। দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফের নেতৃত্বে একটি টিম তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে দুদক কর্মকর্তা শরীফ বলেন, আমাদের কাছে তথ্য ছিল ওই কর্মচারী ঘুষ দাবি করে ১৯ শিক্ষকের সার্ভিস বুক আটকে রেখেছেন। বেতন সমতা করে দেবেন এমন কাজের বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। তাদের তিন জন শিক্ষক আমাদের সাহায্য প্রার্থনা করেন। তাদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ১৬ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: বাদীকে গালাগালি করায় এসআই প্রত্যাহার
তিনি বলেন, কমিশনের অনুমোদনক্রমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শহিদুল ইসলামকে আপাতত জেলা শিক্ষা অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে।