বাংলাদেশ ব্যাংকের এডির প্রিলিমিনারি টেস্ট ২৮ অক্টোবর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩১ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪১ PM
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদে নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এইচআরডি-১ এর পরিচালক মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে নিয়োগের লক্ষ্যে গত ১০/০৫/২০১২ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং-২৬/২০২২ এর সূত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) আগামী ২৮/১০/২০২২ তারিখ শুক্রবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়ের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন : ৪১তম বিসিএস লিখিতের ফল হতে পারে কাল
এতে আরও বলা হয়, পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।