টাকা, লুটপাট, জুয়া ছাড়া কিছুই বোঝে না সাকিব: ব্যারিস্টার সুমন

সায়েদুল হক সুমন ও সাকিব
সায়েদুল হক সুমন ও সাকিব  © সংগৃহীত

শেয়ার বাজার কেলেঙ্কারিতে নাম এসেছে বিনিয়োগকারী আবুল খায়ের হিরো এবং ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম। যার মধ্যে রয়েছে ক্রিকেট তারকা সাকিব আল হাসানের কোম্পানিও। শেয়ারবাজার থেকে বিপুল টাকা তুলে নেয়া হয়েছে সাতটি কোম্পানির শেয়ার নিয়ে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত প্রতিবেদনে মোনার্ক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে কারসাজির অভিযোগ এসেছে এবং তাকে জরিমানা করা হয়েছে। সাকিব উক্ত কোম্পানির চেয়ারম্যান।

এব্যাপারে মুখ খুলেছেন আইনজীবী এবং সমাজকর্মী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। বুধবার নিজের ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় সুমন জানান, ‘আপনারা জেনেছেন যে, ক্রিকেটার সাকিব আল হাসান একটি জুয়া কোম্পানির সঙ্গে চুক্তি করেছিলেন। বিসিবির হস্তক্ষেপে পরে তিনি সেটা থেকে বের হয়ে এসেছেন। এবার আমরা জানলাম যে, কিছুদিন আগে যে শেয়ার কারসাজি হয়েছে সেটাতেও সাকিব জড়িত। যারা এই কারসাজিটা করেছেন তারা গত কিছুদিনের মধ্যে শেয়ার বাজার থেকে ১৩৭ কোটি টাকা সরিয়ে ফেলেছেন। আমার বক্তব্য হচ্ছে, সাকিব আল হাসানের দেড় কোটি ফলোয়ার, এই ফলোয়ারদের জন্য তিনি মডেল। এখন সাকিবের কাছ থেকে তারা কি শিখবে?’

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১১ দফা নির্দেশনা

ব্যারিস্টার সুমন আরো বলেন, ‘আরেকটা মজার কথা শুনেন, বাংলাদেশ সিকুরিটিজ অ্যান্ড অ্যাক্সচেঞ্জ কমিশ তাদেরই শুভেচ্ছ দূত হচ্ছে সাকিব আল হাসান। দুদকেরও নাকি শুভেচ্ছা দূত ছিলেন সাকিব। এখন বাংলাদেশ সিকুরিটিজ অ্যান্ড অ্যাক্সচেঞ্জ কমিশন এবং দুদকের শুভেচ্ছা দূতেরই যদি অবস্থা এমন হয়, তাহলে এর পরিণত কোথায় দাঁড়ায়! টাকা ছাড়া, লুটপাট ছাড়া, জুয়া ছাড়া এই মানুষটা কিছুই বোঝে না। ’

তিনি আরও জানান, ‘ক্রিকেটে বিভিন্ন সময় সাকিব আল হাসান বাংলাদেশকে সামনের দিকে নিয়ে গেছে। আমরা তার জন্য গর্ববোধ করি। আমরা অনেকেই তার ফলোয়ার, আমাদের পছন্দের ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান। তার জন্য যে কৃতজ্ঞতা আমরা পরিশোধ করছি, এর বিনিময়ে আমরা কতটুকু ক্ষয়ক্ষতি নিব? উনি যা ইচ্ছা তাই করতেছেন। স্বর্ণের ব্যবসা করতেছেন, শেয়ার কারসাজিতে জড়িত আছেন। এমন কিছু বাদ নাই উনি করতেছেন না। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। ’

দুদকের উদ্দেশ্যেে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘দুদকের শুভেচ্ছা দূত এখনো যদি থেকে থাকেন, তাকে বিদায় দেবেন কিনা এবং তার বিরুদ্ধে যে শেয়ার কারসাজির বিষয় এটা দেখবেন কিনা সেটা দুদকের কাছে আমার প্রশ্ন। ’

 


সর্বশেষ সংবাদ