টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © সংগৃহীত

অবশেষে এশিয়া কাপ শেষে র‍্যাংকিংয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষে ফিরলেন সাকিব। প্রায় এক বছর পর টি–টোয়েন্টি ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন সাকিব আল হাসান। এশিয়া কাপ টুর্নামেন্টে নিজের পারফরম্যান্সের জন্য নয় বরং আফগানিস্তানের অধিনায়ক নবির ব্যর্থতায় র‍্যাংকিংয়ের ১ নাম্বারে ফিরেছেন সাকিব।

এশিয়া কাপে দুই ইনিংসে ৩৫ রানের পাশাপাশি মাত্র ১ উইকেট শিকার করতে পেরেছেন সাকিব। এর ফলে ১৬ রেটিং পয়েন্ট অর্জন করেন সাকিব। এশিয়া কাপের শুরুতে ২৩২ রেটিং পয়েন্ট নিয়ে শুরু করা সাকিবের টুর্নামেন্ট শেষে রেটিং পয়েন্ট দাঁড়ায় ২৪৮-এ।

এদিকে, এশিয়া কাপের শুরুতে ২৬১ রেটিং পয়েন্ট নিয়ে শুরু করেন আফগানিস্তানের নবী। অথচ, পুরো টুর্নামেন্ট জুড়ে খারাপ পারফরম্যান্সে ১৫ রেটিং পয়েন্ট হারান নবি। টুর্নামেন্টের পাঁচ ম্যাচে ১৬ রানের পাশাপাশি মাত্র ৩ উইকেট নেওয়ায় এত বেশি রেটিং পয়েন্ট হারান এই আফগান ক্রিকেটার। যার ফলে এশিয়া কাপ শেষে ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে যান নবি।

আরও পড়ুন: যে কারণে দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ

সাকিব-নবীর ভাবনার কারণ হতে যাচ্ছেন ফর্মের তুঙ্গে থাকা শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে বল হাতে ৯ উইকেট ও ব্যাট হাতে ৬৬ রান করে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে ব্যাট হাতে ৩৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩ উইকেট। তার প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে।

বোলারদের র‍্যাংকিংয়ের তিন ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন তালিকার ছয় নম্বরে। অলরাউন্ডারের তালিকায় এগিয়েছেন সাত ধাপ। ১৮৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন চার নম্বরে। আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপ ভালো করলে তাই সাকিব–নবীদের পেছনে ফেলার সুযোগ আছে হাসারাঙ্গার সামনে। হাসারাঙ্গা যে ফর্মে রয়েছেন তাতে কে জানে, এমন কিছু হয়েও যেতে পারে


সর্বশেষ সংবাদ