বিইউএইচএস ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো হৃদরোগীদের পুনর্বাসন প্রকল্পের প্রথম কর্মশালা

  কর্মশালায় উপস্থিত দেশীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারক ও গবেষকবৃন্দ 
  কর্মশালায় উপস্থিত দেশীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারক ও গবেষকবৃন্দ   © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) দেশের হৃদরোগীদের পুনর্বাসনের মাধ্যমে জীবন মান উন্নয়নে গবেষণা কর্ম শুরু করতে যাচ্ছে। এজন্য একটি কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি।

গত ২৮ এপ্রিল বিইউএইচএস’র এনসিডি বিভাগের উদ্যোগে এ বিষয়ে একটি কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান ও বিইউএইচএস ট্রাস্টি বোর্ডের সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জানা গেছে, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগোর সহযোগিতায় ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ রিসার্চ (এনআইএইচআর-ইউকে) পাঁচ বছরের এই গবেষণা কর্মের জন্য বিশ্ববিদ্যালয়কে আর্থিক অনুদান প্রদান করছে। প্রকল্প প্রধান হিসেবে থাকবেন ইউনিভার্সিটি অব গ্লাসগোর অধ্যাপক রড টেইলর এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন বিইউএইচএস-এর ননকমিউনিকেবল ডিজিজেস (এনসিডি) বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মিথিলা ফারুক। 

কর্মশালায়  অন্যান্যের মধ্যে বিইউএইচএস-এর উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম, পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক মো. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ কার্ডিওলজিস্ট ও ইউজিসি অধ্যাপক ডা. সজল ব্যানার্জী উপস্থিত ছিলেন। বিএসএমএমইউ, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের প্রধানগণ এবং বিইউএইচএস-এর শিক্ষক ও গবেষকবৃন্দ উক্ত কর্মশালায় যোগ দেন। প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক রড টেইলর ও সহযোগী সংস্থার প্রধানরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এক্রোস-বিডি আয়োজিত কর্মশালায় হৃদরোগ পুনর্বাসনে গবেষণায় বিভিন্ন কর্ম পরিকল্পণা গ্রহণ করা হয়।

 

সর্বশেষ সংবাদ