পরীক্ষায় নকল করলেও ৬ মেডিকেল শিক্ষার্থীকে ক্ষমা করল ঢাবি

এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় নকলের দায়ে শাস্তি পাওয়া ৬ শিক্ষার্থীকে ক্ষমা করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শাস্তিপ্রাপ্ত পরীক্ষার্থীদের আবেদনের সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে উপাচার্য মহোদয় তাদের প্রত্যেকের প্রদত্ত শাস্তি থেকে এক বছর শাস্তি হ্রাস করেছেন।’

এর আগে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ৮ শিক্ষার্থীসহ মোট ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। আবেদনের প্রেক্ষিতে মেডিকেলের ৬ শিক্ষার্থীসহ ১৫ শিক্ষার্থীকে ক্ষমা করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি। মেডিকেলের ৮ শিক্ষার্থী পরীক্ষাসহ এক বছরের শাস্তি পেয়েছিলেন। তাদের মধ্যে ক্ষমা পেয়েছেন ছয় শিক্ষার্থী।

ক্ষমা পাওয়া শিক্ষার্থীরা হলেন, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. শাহাজাদুল হক ফাহাদ, মো. আবু হানিফ, সাদিয়া ইসলাম স্বর্ণা, মুমতাসির ইসলাম, তানজিনা তাবাসুম ও আক্তারুজ্জামান চৌধুরী।


সর্বশেষ সংবাদ