এমপিও আবেদনে ই-রিকুইজিশনের কপি সংযুক্তির নির্দেশ

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির ক্ষেত্রে অনলাইনে আবেদনের অন্যান্য কাগজপত্রের সাথে সংশ্লিষ্ট মাদ্রাসার ই-রিকুইজিশন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মােহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ কর্তৃক ৩য় নিয়ােগচক্রে এমপিওভুক্ত মাদ্রাসায় বিভিন্ন পদে
সুপারিশকৃত শিক্ষকগণের এমপিওভুক্তির অনলাইন আবেদনের সাথে সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃক এনটিআরসিএতে দাখিলকৃত ই-রিকুইজিশন (E- Requisition) ফরমটি সংযুক্ত না থাকায় মহিলা কোটা নিশ্চিত করা সম্ভবপর হয় না। ফলে এমপিওভুক্তির আবেদন নিষ্পত্তিকরণে বিলম্ব ও জটিলতার সৃষ্টি হয়।

আরও পড়ুন: যা প্রয়োজন পুলিশ তা করেছে: এডিসি শাহেন শাহ

এমতাবস্থায় মাদ্রাসা ভিত্তিক মহিলা কোটা নিশ্চিতকরণ ও এমপিওভুক্তির জটিলতা নিরসনের লক্ষ্যে এখন থেকে এনটিআরসিএ’র সুপারিশকৃত শিক্ষকদের এমপিওভুক্তির অনলাইন আবেদনে (অগ্রাণপত্র) অন্যান্য কাগজপত্রের সাথে সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃক এনটিআরসিএতে দাখিলকৃত ই-রিকুইজিশন ফরমের স্ক্যান কপি সংযুক্ত করা জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলো।


সর্বশেষ সংবাদ