‘বঙ্গবন্ধু ছিলেন সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর’
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৭:৫৬ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২১, ০৩:৪৪ PM
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব কে এম রুহুল আমীন বলেছেন, ‘বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব আর সাহসী ভূমিকার কারণেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। তিনি ছিলেন সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর অসীম সাহসী নেতৃত্ব যুগের পর যুগ বাঙ্গালীদের অনুপ্রেরণার বাতিঘর হিসেবে অনুপ্রেরণা যোগাবে।’
বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাসুদ রানা প্রমুখ।
অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দূরদর্শী রাজনৈতিক নেতা। ছোট সময় থেকেই তাঁর চরিত্রে ছিলো যোগ্য নেতৃত্বের গুণাবলি। পরবর্তী সময়ে নানা উত্থানের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে ছাত্র নেতায় পরিণত হন তিনি। এ সময় সমাজে দারিদ্র্য, বেকারত্ব ও জীবনযাত্রার নিম্নমানের উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেন। বাঙালি শেখ মুজিব ধর্মতান্ত্রিক ও সামরিক আধিপত্যবাদী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছিলেন। মুসলিমপ্রধান বিশ্ব জনপদে তিনিই প্রথম একটি আধুনিক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ করা হয়।