মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার চেক ছাড়

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার (ঈদ উল ফিতর-২০২৫) চেক ছাড় হয়েছে। রবিবারের (২৩ মার্চ) পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।

আজ রবিবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের উৎসব ভাতার (২০২৫-ঈদ উল-ফিতর) ৪ টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীগণ ২৩/০৩/২০২৫ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন।


সর্বশেষ সংবাদ