কোন বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কত

শিক্ষার্থীদের আনন্দ মুহুর্ত
শিক্ষার্থীদের আনন্দ মুহুর্ত  © ফাইল ফটো

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারাদেশে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯২ দশমিক ৮৫ ভাগ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯৫ দশমিক ৪৯ ভাগ।

কারিগরিতে জিপিএ- ৫ পেয়েছে মোট ৫ হাজার ৭৭৫ জন। আর মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭২ জন।

ঢাকা বোর্ডে পাসের হার ৯৬.২০ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ৫৯ হাজার ২৯৯ জন।


চট্টগ্রাম বোর্ডে ৮৯ দশমিক ৩৯ ভাগ পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন।

কুমিল্লায় পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ; জিপিএ- ৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন।

রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ; জিপিএ- ৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন।

বরিশাল বোর্ডে ৯৫ দশমিক ৭৬ ভাগ পাস করেছে; জিপিএ- ৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন।

যশোর বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ ভাগ; জিপিএ- ৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন।

সিলেট বোর্ডে ৯৪; দশমিক ৮০ ভাগ পাস করেছে; জিপিএ- ৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ জন।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৫৯ জন।

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন।

নির্ধারিত সময়ের প্রায় ৯ মাস পর গত ২ ডিসেম্বর ২ হাজার ৬২১টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৯৯ হাজার ৬৬৪ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন। বিশেষ পরিস্থিতিতে এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময় কমিয়ে দেড় ঘণ্টা করা হয়।

 


সর্বশেষ সংবাদ