এইচএসসিতে ঢাকা কলেজে পাশের হার ৯৯.৯১ শতাংশ

ঢাকা কলেজ
ঢাকা কলেজ   © ফাইল ফটো

এইচএসসি পরীক্ষা ২০২১ এ ঢাকা কলেজে পাশের হার ৯৯ দশমিক ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১১৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৯১৭ জন, মানবিক বিভাগের ১১২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১১৮ জন শিক্ষার্থী রয়েছেন।

পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১১৬৩ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১১৬২ জন, অকৃতকার্য হয়েছেন ১জন।

কলেজ সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ৯১৮ জন যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯১৭ জন, অকৃতকার্য হয়েছেন শিক্ষার্থী। মানবিক বিভাগে ১২৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১২জন, জিপিএ-৪ পেয়েছেন ৯ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১৮ জন, জিপিএ-৪ পেয়েছেন ৬ জন শিক্ষার্থী।

ঢাকা কলেজের পাঠ পরিকল্পনা, উন্নয়ন ও নিবিড় পর্যবেক্ষণ কমিটির সদস্য পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, এবার উচ্চমাধ্যমিকে ঢাকা কলেজ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই জিপিএ-৫ পেয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম আর শিক্ষার্থীদের চেষ্টার ফলেই তা সম্ভব হয়েছে। আমরা চাই আগামী দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে।

ফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন বলেন, করোনাকালীন সময়ে কলেজের শিক্ষকরা নিয়মিত অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠ নিশ্চিত করেছেন। পরিশ্রমের ফল আমরা পেলাম। রেজাল্ট নিয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। তবে আরো ভাল লাগতো যদি সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হতো। আগামী দিনেও যেন সব শিক্ষার্থীরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ