উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়া রুমানার বাড়িতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ১২:১২ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২১, ১২:১২ PM
পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়া রুমানা সুলতানার মুর্শিদাবাদের কান্দির বাড়িতে হঠাৎ হাজির হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। রুমানার বাড়িতে গিয়ে তাকে আশির্বাদ করেছেন তিনি।
এর আগে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে গত বুধবার (৮ ডিসেম্বর) গাড়ি চালিয়ে ভারত এসেছেন।
পড়ুন: গোটা ভারতে নয়, পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিকে প্রথম রুমানা
জানা গেছে, মোহাম্মদ শাহরিয়ার আলমের বাবা রুমানার কান্দির জেমো এন এন বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এই কান্দিতেই কেটেছে তার স্কুল জীবন। তাই, স্মৃতির অলিন্দ ধরে তিনি আবার কান্দিতে এসেছেন।
আগামীকাল শনিবার কলকাতায় বাংলাদেশের দূতাবাসে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পড়ুন: গাড়ি চালিয়ে ভারত গেলেন প্রতিমন্ত্রী
উচ্চমাধ্যমিকের পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৯ পেয়েছেন মুর্শিদাবাদের কান্দির রাজা মণীন্দ্র চন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী রুমানা সুলতানা। তার এই সাফল্য়ে তাক লেগেছিল গোটা বাংলার। এর আগে মাধ্য়মিক পরীক্ষাতে পঞ্চম হয়েছিলেন রুমানা।
পড়ুন: সংখ্যালঘুরা ভালো নম্বর পেলে আমার গর্ব হয়: তসলিমা
উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এক মুসলিম কন্যা। এরপর এনিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। এ বিষয়ে রুমানা জানিয়েছিলেন এনিয়ে কোনও বিতর্ক চাই না।
উচ্চ মাধ্যমিক থেকে আরও পড়ুন