২১ জানুয়ারি ২০২৫, ১৭:২২

কাগজ জোড়া লাগিয়ে মেসির বিশাল ছবি এঁকে প্রশংসায় ভাসছেন শিক্ষার্থী

কাগজ জোড়া লাগিয়ে মেসির বিশাল ছবি এঁকে প্রশংসায় ভাসছেন শিক্ষার্থী
মেসির ছবি প্রদর্শন করছেন নয়ন  © সংগৃহীত

খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নয়ন মন্ডল লিওনেল মেসির বিশালাকৃতির ছবি এঁকে সবার নজর কেড়েছেন। ২০ ফুট বাই ১৭ ফুটের এই ছবি তৈরি করতে তিনি ব্যবহার করেছেন এ ফোর সাইজের কাগজ। তিনি ৫০৪টি এ ফোর সাইজের কাগজ জোড়া লাগিয়ে অবশেষে সম্পন্ন করেন ছবিটি। গতকাল সোমবার (২০ জানুয়ারি) বিএল কলেজ প্রাঙ্গণে ছবিটি প্রদর্শন করেন তিনি।

নয়ন মন্ডল জানান, তিনি তার এই চিত্রকর্মটি লিওনেল মেসির কাছে পৌঁছে দিতে চান। তিনি স্বপ্ন দেখছেন, পৃথিবীর সবচেয়ে বড় ছবি আঁকিয়ে হিসেবে গিনেজ বুক ওয়ার্ল্ডে নিজের নাম লেখাবেন। 

নয়ন করোনা মহামারির সময় থেকে ছবি আঁকা শুরু করেন। তখন থেকেই তিনি স্বপ্ন দেখছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ছবি আঁকবেন। তারপর এক মাসেরও বেশি সময়ের অক্লান্ত পরিশ্রমে তিনি মেসির ছবিটি আঁকা শেষ করেন। এত বন্ধুদের সহায়তাও নেন তিনি। 

তার সহপাঠী সারমিন সুলতানা বলেন, ‘আমি মেসির বড় ভক্ত। আমার বন্ধু যখন আমার প্রিয় খেলোয়াড়ের ছবি এঁকেছে, তখন আমার খুব ভালো লেগেছে। নয়ন এটি পেশা হিসেবে নিতে চাইছে, আমি তার জন্য শুভকামনা জানাই।’  

অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর খন্দকার মফিজুর রহমান বলেন, ‘আমি ফুটবল পছন্দ করি এবং আমার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। নয়নের আঁকা এত বড় এবং সুন্দর ছবি দেখে আমি আনন্দিত। তার এমন প্রতিভার কথা আগে জানতাম না।’
কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ছাত্রের কাজের প্রশংসা করে বলেন, ‘নয়নের এই চিত্রকর্ম বিএল কলেজে প্রদর্শিত হচ্ছে, যা আমাদের জন্য গর্বের। এটি অন্যান্য জায়গায় প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় সহায়তা করতে আমরা প্রস্তুত।’