একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

সার্ভারে জটিলতার কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী রোববার (২৬ মে) সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিল। তবে আজ মঙ্গলবার (২৮ মে) সকালেও অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েছেন। অবশেষে ‘লিঙ্গ অপশন’সহ অন্য সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষা মন্ত্রণালয়ের একাদশ শ্রেণির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক নোটিশে বলা হয়েছে, ‘পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট সফল দেখানো সত্ত্বেও যদি আবেদনের পোর্টালে আবেদন করা সম্ভব না হয়, তাহলে দয়া করে অপেক্ষা করুন। গেটওয়েতে কারিগরি সমস্যার কারণে পেমেন্ট এর তথ্য আবেদনের পোর্টালে আসতে বিলম্বিত হচ্ছে।’

এ ছাড়া আবেদনের পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল দেখানো সংক্রান্ত একটি ত্রুটি আজ মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টার দিকে সমাধান করা হয়েছে। এটি আবার দেখে নিতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী রোববার (২৬ মে) সকাল থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা ৬টা পার হলেও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি জটিলতায় সেই আবেদনে শুরু হয়নি। পরে এর সমাধানসহ আবেদনের সময় দু’দিন বাড়ানো হবে বলে জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

জানা গেছে, একাদশ শ্রেণির ভর্তিতে এবার রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে ৭ হাজার, ইংরেজি মাধ্যমে সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বাদে অন্য মেট্রপলিটন এরিয়ায় ৫ হাজার, জেলা শহরে ৩ হাজার এবং উপজেলায় আড়াই হাজার টাকা। এটাই সর্বোচ্চ ভর্তি ফি। 

আরো পড়ুন: ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ রাতেই শেষ হচ্ছে?

একাদশ শ্রেণিতে এবার ২৫ লাখ আসন থাকলেও পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার শিক্ষার্থী। সে হিসেবে ৮ লাখের বেশি আসন খালি থাকবে। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। এক লাখ ৮২ হাজার ১৩২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। পাস করা এসব শিক্ষার্থীর ভর্তির জন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৫ লাখ। এসব আসনের বিপরীক্ষা ভর্তিচ্ছু শিক্ষার্থী ১৬ লাখ ৭২ হাজার।


সর্বশেষ সংবাদ