২০২১ সাল পর্যন্ত অনলাইনে ক্লাস নেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ মে ২০২০, ০৪:৫৯ PM , আপডেট: ২১ মে ২০২০, ০৪:৫৯ PM
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে প্রযুক্তির মাধ্যমে নিজেদের ক্লাস চালিয়ে নেওয়ার ঘোষণা দিল যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ২০২০-২১ শিক্ষাবর্ষের সব ক্লাস অনলাইনে নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনগুলোয় কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না।
সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এ ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, ‘মহামারির সময়ে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সবাইকে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আগামী শিক্ষাবর্ষের ক্লাস সামনাসামনি নেওয়া হবে না।’