করোনা নিয়ে নতুন সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০২:২১ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০২২, ০২:২১ PM
টিকা নেয়ার পর মানুষের মাঝে করোনা নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন না তারা। ফলে আক্রান্তের সংখ্যা পুনরায় বাড়ছে। এদিকে মানুষের উদাসীনতায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান নতুন করে সবাইকে করোনা নিয়ে সতর্ক করেছেন। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডরস অ্যাধানম গ্যাব্রিয়েসাস বলেছেন, আমরা এখন অন্ধের মতো আচরণ করছি। আমরা দেখতে পারছি না এ রোগ দ্রুত ছড়াচ্ছে, কারণ টেস্ট সেই পরিমাণে হচ্ছে না। এ বক্তব্যের পাশাপাশি তিনি সব দেশকে করোনা সংক্রমণের বিষয়টি নজরে রাখতে বলেছেন।
এবার করোনা চতুর্থ ঢেউয়ের আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, এখন বিভিন্ন দেশ করোনা টেস্ট কমিয়ে দিয়েছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছেও ঠিক তথ্য আসছে না। এমনকি ভাইরাস কতটা দ্রুত ছড়িয়ে পড়ছে, এ বিষয়টিও সামনে আসছে না। ফলে বিপদ বাড়ছে। এ অবস্থায় প্রতিটি দেশকে হয়ে উঠতে হবে সতর্ক। কারণ এখনও করোনা কিন্তু ছেড়ে যায়নি। এ পরিস্থিতিতে করোনাকে ভুলে গেলে আখেরে বিপদ ডেকে আনার সমান হবে।
আরও পড়ুন- টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে দেশের ১২ বিশ্ববিদ্যালয়
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৯ এপ্রিল) পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৪১৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৫৬ হাজার ২৪৯ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ৫৮ লাখ ৮৫ হাজার ৭১ জন।