দেশ এখন নিরাপদে আছে: স্বাস্থ্যমন্ত্রী
- টিটিডি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৩:৪২ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১, ০৩:৪২ PM
সঠিক সময়ে টিকা দেবার ফলে দেশ এখন নিরাপদে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মহাখালী বিসিপিএস মিলনায়তনে বুস্টার ডোজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা এখন এক ডিজিটেই আছে। গতকাল এক শতাংশেরও নিচে এসেছে। এটি এত জনবহুল দেশে খুবই বিরল একটি বিষয়। সবার সহযোগিতায় আমরা কাজটি করে যাচ্ছি। প্রতিটি মানুষকেই যারা প্রাপ্য টিকা দেওয়া হবে। কেউই টিকার আওতার বাইরে থাকবে না।
পড়ুন: ‘ওমিক্রন’ দরজায় কড়া নাড়ছে: স্বাস্থ্য অধিদপ্তর
তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে প্রয়োজন হবে ২৪ কোটি ডোজ টিকা। এই ৭০ শতাংশ মানুষ অর্থাৎ ১২ কোটি মানুষকে করোনা টিকার দিতে হবে। আগামী এপ্রিল নাগাত দ্বিতীয় ডোজ সম্পন্ন হবে। এর জন্য ১৩ কোটি ডোজ টিকা লাগবে।
পড়ুন: ডেল্টার চেয়ে ৬ গুণ দ্রুত ছড়ায় ওমিক্রন
মন্ত্রী আরও বলেন, বুস্টার ডোজ চলার পাশাপাশি সব টিকা দান কর্মসূচি চলবে। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের টিকা দান কর্মসূচি চলমান থাকবে। কোথাও কোনো কিছু ব্যাহত হবে না।
পড়ুন: ওমিক্রন প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের ১৫ নির্দেশনা
ওমিক্রন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বে ৮০টির বেশি দেশে ছড়িয়ে গেছে। ইউকেতে বহু লোক আক্রান্ত হয়ে গেছে। আমরা আমাদের দেশকে নিরাপদ রাখতে চাই। যদি সংক্রামণের হার বেড়ে যায় তবে মৃত্যুর হার বেড়ে যাবে।
জাহিদ মালেক বলেন, করোনায় ষাটোর্ধ্ব মানুষের বেশি মুত্যু হয়। আমাদের দেশে ২৮ হাজার লোক মারা গেছে, এর মধ্যে ৮৫ শতাংশ ষাটোর্ধ্ব। সেই সঙ্গে আমাদের ফ্রন্টলাইন কর্মীদের সুরক্ষিত করতে হবে। আল্লাহ না করুক যদি ওমিক্রন বাংলাদেশে ছড়িয়ে যায়, তবে ডাক্তার-নার্সদের বেশি প্রয়োজন হবে।