৬ দিনে করোনায় এক হাজার মৃত্যু, ১৯ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

করোনাভাইরাস
করোনাভাইরাস  © ফাইল ফটো

দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ৬ দিনে মৃত্যু ঘটেছে এক হাজারের বেশি করোনা রোগীর।

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার (২৪ জুলা্কাই) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯৫ জনের মৃত্যুর খবর দিয়েছে। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯ হাজার ৪৬।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজারের মতো নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৭৮০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪।

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ৯ হাজার ৭৮২৩ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন।

নতুন করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে মহামারীর দ্বিতীয় ঢেউয়ে গত কিছু দিন ধরেই দিনে দুইশ’র মতো মৃত্যুর খবর আসছে। ঈদের ছুটির মধ্যে নমুনা পরীক্ষা কমে যাওয়ায় রোগী শনাক্ত কমলেও মৃত্যু আগের মতোই রয়েছে।

একদিনে রেকর্ড ২৩১ জনের মৃত্যু ঘটেছিল গত ১৯ জুলাই। সেদিনই মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছিল। তার ৬ দিনে মৃতের তালিকায় আরও ১ হাজার যোগ হল।

দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত বছরের ১০ জুন তা ১ হাজার ছাড়ায়। এরপর তা ৫ জুলাই ২ হাজার, ২৮ জুলাই ৩ হাজার, ২৫ অগাস্ট ৪ হাজার, ২২ সেপ্টেম্বর ৫ হাজার ছাড়ায়।


সর্বশেষ সংবাদ