ইতালির পর বাংলাদেশে সবচেয়ে দ্রুত বাড়ছে করোনা রোগীর সংখ্যা

  © বিবিসি

চীন থেকে উৎপন্ন হওয়া করোনাভাইরাস এখন সারাবিশ্বে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও দ্রুত বিস্তার লাভ করছে এ ভাইরাস। তবে দেশে যে হারে করোনা ছড়াচ্ছে তা উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।

করোনায় ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলা করছে। উদ্বেগজনক তথ্য হলো, ইতালির পর বাংলাদেশেই সবচেয়ে দ্রুততম দুই হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে।

ইতালিতে দুই হাজার কোভিড-১৯ সংক্রমণ হয়েছে ৩২তম দিনে। অথচ বাংলাদেশে হয়েছে ৪০তম দিনে। স্পেনে দুই হাজার রোগী শনাক্ত হয়েছিল ৪১তম দিনে। ফ্রান্সে ও যুক্তরাজ্যে ৪৮ দিন সময় নিয়েছে।

যুক্তরাষ্ট্র এখন করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেখানে সংক্রমণের হার ও মৃত্যুর হার অনেক বেশি। এ দেশের সাত লাখ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। ৩৭ হাজার মানুষ ইতিমধ্যে মারা গেছেন।

যুক্তরাজ্যে কেয়ার হোমে সরকারি হিসেবের চেয়ে বেশি মৃত্যু। দেশটির ন্যাশনাল কেয়ার ফোরাম বলছে, প্রায় চার হাজার বয়স্ক মানুষ মারা গেছেন ব্রিটেনজুড়ে। করোনার কারণে মৃতের সংখ্যায় হেরফের দেখা দিয়েছে সেখানে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কেয়ার ইংল্যান্ডের একটি রিপোর্ট অনুযায়ী ধারণা করা হচ্ছে, কেয়ার হোমে গত বছরের এ সময়ের তুলনায় সব ধরণের মৃত্যু মিলিয়ে সাড়ে সাত হাজার মানুষ বেশি মারা গেছে।

বাংলাদেশে এখন পর্যন্ত দুই হাজার ৪৫৬ জনের করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ৯১ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ৭ জন। দেশের ৫২টি জেলায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ২৮ হাজারের বেশি। এ পর্যন্ত এক লাখ ৬০ হাজার মানুষ মারা গেছেন। শুধু যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখ।


সর্বশেষ সংবাদ