৪০ বছরের আগেই হতে পারে কোন কোন ক্যান্সার?

ক্যান্সার
ক্যান্সার  © প্রতীকী ছবি

শিশুদের ক্যান্সার ও প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের ক্যান্সারের মধ্যে সত্যিই সেই অর্থে কোনও প্রভেদরেখা টানা যায় না। তবে মোটামুটি করে ১৮ থেকে ২৫ বছর বয়সী ব্যক্তিদের দেহে যে ক্যান্সারগুলো বেশি দেখা যায় সেগুলোকেই তরুণ প্রাপ্তবয়স্কদের ক্যান্সার বলা হয়।

সাধারণভাবে শৈশবে যে ক্যান্সারগুলো বেশি দেখা যায়, তার মধ্যে অনেকগুলোই জিনগত সমস্যা থেকে তৈরি। আবার বেশি বয়সে যে ক্যান্সার দেখা যায়, সেগুলোর পিছনে অনেক সময় থাকে অতিরিক্ত ধূমপান, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও পরিবেশগত বিভিন্ন রিস্ক ফ্যাক্টর। কিন্তু অল্পবয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে যে ক্যান্সার কম দেখা যায়, তাতে অধিকাংশ ক্ষেত্রেই বিশেষ কোনও ‘রিস্ক ফ্যাক্টর’ থাকে না। এমনটাই বলছেন চিকিৎসকরা।

‘আমেরিকান ক্যান্সার সোসাইটি’ বলছে, বয়স ৪০ ছোঁয়ার আগেই হতে পারে একাধিক ক্যান্সার। ২০ থেকে ৩৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি যে ক্যান্সারগুলো দেখা যায় সেগুলো হল—

১। স্তন ক্যান্সার

২। লিম্ফোমা বা লসিকাগ্রন্থির ক্যান্সার (নন-হজকিন্‌স এবং হজকিন্‌স)

৩। মেলানোমা বা ত্বকের ক্যান্সার

৪। সারকোমা বা পেশি এবং হাড়ের মতো সংযোগকারী টিস্যুর ক্যান্সার

৫। মহিলাদের যৌনাঙ্গের ক্যান্সার (সারভিক্স বা জরায়ুমুখ এবং ডিম্বাশয়)

৬। থাইরয়েড ক্যান্সার

৭। শুক্রাশয়ের ক্যান্সার

৮। কোলোরেক্টাল ক্যান্সারর বা মলাশয় ও বৃহদন্ত্রের ক্যান্সার

৯। মস্তিষ্ক এবং মেরুদণ্ডের টিউমার

সূত্র: আনন্দবাজার পত্রিকা


সর্বশেষ সংবাদ