‘আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১১:১০ AM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ১১:৪৯ AM

বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য হ্রাসকৃত শুল্ক কাঠামোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেন জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ।
পোস্টে তিনি লেখেন, ‘বিশ্ব যখন নতুন ঘোষিত শুল্ক কঠোরতার বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশ তখন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য হ্রাসকৃত শুল্ক কাঠামোর জন্য প্রস্তুতি নিচ্ছে।’
নানা সুবিধা দেওয়ার বিষয়ে ফাইজ তাইয়েব আহমেদ বলেন, ‘আমাদের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), সব হাই-টেক পার্কে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সহজ নিবন্ধন, রপ্তানি প্রণোদনা, নিরাপদ জমি, মানসম্পন্ন বিদ্যুৎ, নির্ভরযোগ্য ইন্টারনেট এবং খুবই সহজলভ্য ডেটা সেন্টার, অবকাঠামো এবং ক্লাউড নীতি প্রদান করব।’
এর আগে টঙ্গীতে অবস্থিত টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) হাইটেক পার্ক হিসেবে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ।
তিনি বলেন, ‘হাইটেক পার্ক নয়, বরং আপাতত টেশিসকে একটি কার্যকরী মিড-টেক বা লো-টেক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা চীনের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্ল্যান বাংলাদেশে আনার জন্য উৎসাহিত করেছেন। টেশিসের বিদ্যমান অবকাঠামোগত সক্ষমতাকে কীভাবে এই উদ্যোগের সঙ্গে সংযুক্ত করা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।’
এই উদ্যোগ সফল হলে বাংলাদেশ প্রযুক্তি উৎপাদন খাতে নতুন দিগন্তের সূচনা করতে পারবে বলেও মনে করেন তিনি।