অনুষ্ঠিত হচ্ছে স্বাশিপ ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী, বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী

‘বর্তমান সরকার ও আমাদের প্রত্যাশা শীর্ষক’ আলোচনা অনুষ্ঠান
‘বর্তমান সরকার ও আমাদের প্রত্যাশা শীর্ষক’ আলোচনা অনুষ্ঠান  © টিডিসি ফটো

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২১ উপলক্ষ্যে শিক্ষার বৈপ্লবিক উন্নয়নে ‘বর্তমান সরকার ও আমাদের প্রত্যাশা শীর্ষক’ আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শনিবার (৬ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত রয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি কিছুক্ষণের মাঝে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

মুজিব বর্ষ হোক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের স্বপ্ন পূরণ এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব আহমদ হোসেন সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। প্রধান বক্তা হিসেবে রয়েছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মাননীয় শিক্ষা উপমন্ত্রী ও বিশেষ বক্তা হলেন প্রফেসর ড. হারুন অর রশিদ আসকারী সাবেক উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
এছাড়াও স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী উপস্থিত রয়েছেন।


সর্বশেষ সংবাদ