আলাদা গণবিজ্ঞপ্তি চান ৫৯ শতাংশ শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক
শ্রেণিকক্ষে শিক্ষক  © ফাইল ছবি

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ৫৯ শতাংশ শিক্ষক আলাদা গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছেন। আর ১৫ শতাংশ শিক্ষক ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ বন্ধ করা ৭ নং পয়েন্ট প্রত্যাহার চেয়েছেন।

শনিবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক জরিপে বিষয়টি উঠে আসে। চার ঘণ্টাব্যাপী চলা এই জরিপে দেশের বিভিন্ন জেলার স্কুল-কলেজের সাড়ে ৪ হাজারের বেশি শিক্ষক অংশগ্রহণ করেছেন।

জরিপে মোট ভোট পড়েছে ৪ হাজার ৫৭৭টি। এর মধ্যে ইনডেক্সধারী শিক্ষকদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে ভোট দিয়েছেন ২ হাজার ৬৭৮ জন। শতকরায় যা মোট ভোটের ৫৯ শতাংশ।

জরিপে পারস্পরিক বদলি চান না এমন ভোটের সংখ্যা ১ হাজার ৩৬টি। শতকরায় যা মোট ভোটের ২৪ শতাংশ। ইনডেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ রহিত করা ৭ নং পয়েন্ট প্রত্যাহার চেয়েছেন ৬৪০ জন। শতকরায় যা ১৫ শতাংশ। এছাড়া সমান ১ শতাংশ করে শিক্ষক পারস্পরিক বদলি এবং শূন্য পদের বিপরীতে বদলির দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ