ঝড় সামলে ফের ফাইনাল শুরু
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৬:০৫ PM

ঝড়ের কবলে পড়েছিল ময়মনসিংহে অনুষ্ঠিত ফেডারেশন কাপের ফাইনাল। ফলে দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় খেলা স্থগিত করেন রেফারি সায়মন হাসান সানি। প্রায় ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর ফের মাঠে গড়িয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১-১ সমতায় রয়েছে ফাইনাল। নির্ধারিত সময়ের পরও সমতায় থাকলে অতিরিক্ত ৩০ মিনিটে গড়াবে খেলা। তবে কোনো ফ্লাডলাইট নেই এই স্টেডিয়ামে। তাই খেলা বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ের শেষদিকে সূর্যের আলো শেষের দিকে থাকবে। ফলে খেলার পরিণতি কী হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এদিকে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে মাঠে পানিও জমেছে। বাফুফের দক্ষ গ্রাউন্ড স্টাফের পাশাপাশি আধুনিক যন্ত্রপাতিও নেই সেখানে। যে কারণে স্টেডিয়াম ও ফেডারেশনের পাশাপাশি দুই দলের অনেকেই পানি সরাতে মাঠে নেমেছিলেন। কিংসের বক্সের সামনে পানি পরিমাণ একটু বেশি। ফলে খানিকটা ভোগান্তিতে পড়তে হতে পারে আবাহনীর।
এর আগে, এর আগে, ১৩ মিনিটের মধ্যে হওয়া পাল্টাপাল্টি দুই গোলের পর কোন দলই জালের দেখা পায়নি। এতে ১-১ সমতায় শেষ হয় ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী-কিংস মহারণের প্রথমার্ধ।
ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে গিয়েছিল কিংস। তবে ৭ মিনিট পরই সমতায় ফেরে আবাহনী। তবে গোলের দেখা না মিললেও প্রথমার্ধে হলুদ কার্ডের ছড়াছড়ি ছিল। দুই দলের সমান তিনজন করে এবং বেঞ্চের একজন করে মোট ৮ জনকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি।
বিষয়টি এখানেই থামেনি। ম্যাচজুড়ে চরম উত্তেজনাও জড়িয়েছে। পরিস্থিতি ধাক্কাধাক্কিতেও রূপ নিয়েছিল। যে কারণে রেফারিকে বেশি বেশি কার্ড ব্যবহার করতে হয়েছে।