অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে বার্সেলোনা, প্রতিপক্ষ কে?
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:১৬ AM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:২১ AM

কোপা দেল রে ফাইনালে অপেক্ষা করছে এল ক্লাসিকো। বুধবার রাতে মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে ৫-৪ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা, যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর এই প্রথম স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে দেখা যাবে এল-ক্লাসিকো মহারণ।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। লামিন ইয়ামাল ও মার্কোস ইয়োরেন্তে দুই প্রান্ত দিয়ে চাপ তৈরি করছিলেন। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মিডফিল্ডে পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ং ছন্দময় ফুটবল খেলছিলেন, সঙ্গে ফেরমিন লোপেজও আক্রমণে ছিলেন কার্যকর।
প্রথমার্ধে লামিন ইয়ামালের পাস থেকে বল পেয়ে ফেরান তোরেস গোল করে বার্সাকে এগিয়ে নেন। অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোকে পরাস্ত করে দলকে লিড এনে দেন তিনি। এরপর রাফিনহা একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।
হাফ টাইমের আগে দুই দল অগোছালো ফুটবল খেললে তেমন একটা গোলের সুযোগ আসেনি। এক গোলের লিড দিয়েই বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকটি সুযোগ এসেছিল অ্যাটলেটিকোর সামনে। তবে বার্সা রক্ষণভাগ ও কিপার সেজনির দারুণ কিছু সেভে গোল হজম করেনি তারা। অনেক চেষ্টার পরেও ম্যাচে আর সমতা আনতে পারেনি অ্যাটলেটিকো। ম্যাচে আর গোল পায়নি বার্সেলোনা ফরোয়ার্ডরাও।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই ফাইনালে পা রাখে বার্সা। দুই লেগ মিলিয়ে তারা জিতেছে ৫-৪ ব্যবধানে। ২৬ এপ্রিল সেভিয়ার এস্তাডিও লা কারতুজা স্টেডিয়ামে এল ক্লাসিকোকে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ১১ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে দুই দল।