টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টস জয়ের পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

সাকিবদের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে আফগানরা।

এর আগে ২০১৬-১৭ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ, ওমান, আরব আমিরাত ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিল আফগানিস্তান। সে বছর টানা ১১ ম্যাচ জিতেছিল তারা।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এখনও পর্যন্ত ৭২ ম্যাচ খেলে ৫০টিতে জয় পায় আফগানিস্তান। পরাজয় মাত্র ২২ ম্যাচে।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান স্কোয়াড : হজরতুল্লাই জাজাই, নাজীব তারাকী, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান (অধিনায়ক), মুজিবুর-উর-রহমান,কারিম জান্নাত, ফারিদ মালিক, রাহমানুল্লাহ গুরবাজ।


সর্বশেষ সংবাদ