বাবা মারা যাওয়ার পর স্ত্রী রিয়ামনিকে বয়কট হিরো আলমের

হিরো আলম ও স্ত্রী রিয়ামনি
হিরো আলম ও স্ত্রী রিয়ামনি  © সংগৃহীত

বাবার মৃত্যুতে শোকাবহ পরিবেশের মধ্যেই স্ত্রী রিয়ামনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও আলোচিত সামাজিক ব্যক্তিত্ব আশরাফুল হোসেন আলম, ওরফে হিরো আলম নামে পরিচিত।  

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক। শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন তিনি। আলমের জীবনের একটি বড় অংশ জুড়ে ছিলেন এই মানুষটি। মূলত ২০১৭ সালে হিরো আলমের প্রকৃত পিতার মৃত্যু হয়।  

বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিরো আলম গণমাধ্যমকে জানান, এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি। সবাই আমার বাবার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।

তবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হাসপাতালে ছিলেন। সে আমার বাবার পাশে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচগান করে বেড়িয়েছে। তার পরিবারের কেউ কখনো হাসপাতালে এসে আমার বাবাকে দেখে যায়নি। আমার বাবা বেঁচে থাকতে যখন দেখতে আসেনি, তাহলে আমি যদি বিছানায় পড়ি, তখন কি তারা আসবে?

তিনি আরও লেখেন, রিয়ামনি ওরফে মায়ামনি ঢাকার বিভিন্ন বারে ডান্সার হিসেবে কাজ করে। সেখান থেকে আমি তাকে ভালো পথে আনার চেষ্টা করেছি। কিন্তু ছেড়ে দেওয়া গরু কখনো ঘরে বেঁধে রাখা যায় না। খুব শিগগিরই সবাই বুঝতে পারবেন, রিয়ামনি ও তার পরিবারের চরিত্র কেমন।

রিয়ামনির সঙ্গে একসঙ্গে কাজ করতে গিয়েই সম্পর্কে জড়ান হিরো আলম। পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। এ কারণে হিরো আলমের দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান তাকে ডিভোর্স দেন। এরপর হিরো আলম বিয়ে করেন রিয়ামনিকে এবং একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন তারা।


সর্বশেষ সংবাদ