ভারতীয় গণমাধ্যমে চঞ্চলকে গৃহবন্দির খবর, যা বললেন অভিনেতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ AM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ AM
সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে মিথ্যা সংবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে ভারতের একাধিক গণমাধ্যমের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করে রাখার খবর রটিয়েছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম।
তবে প্রতিবেদনে চঞ্চল চৌধুরী বা তার কাছের কোনো ব্যক্তির মন্তব্য ছিল না। এরপরও হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮-সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম ফলাও করে এই সংবাদ পরিবেশন করে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, ঢাকা থেকে যাচ্ছিলেন নিউইয়র্ক। এমন সময় বিমান থেকে নামিয়ে আটক করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। আপাতত তিনি গৃহবন্দি অবস্থায় আছেন।
তদের মতে, ঘটনাটি আজকের নয়; প্রায় সতেরো দিন আগে নিউইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। কথা ছিল তিনি ঢাকা থেকে দুবাই হয়ে নিউইয়র্ক যাবেন। পরিকল্পনামাফিক তিনি বিমানে উঠেও পড়েন। তবে সেই বিমান ছাড়ার আগেই কিছু বিএনপি নেতা এবং বাংলাদেশি সেনা সেই বিমানে উঠে অভিনেতার কাছে জানতে চান এ- তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন? জবাবে যদিও চঞ্চল জানান যে, তিনি কাজের জন্যই নিউইয়র্ক যাচ্ছেন। কিন্তু সেই কথা তারা বিশ্বাস করেছেন কিনা সেটা স্পষ্ট না হলেও, বিমান থেকে নামানো হয় চঞ্চল চৌধুরীকে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় চঞ্চল চৌধুরীর সঙ্গে। তিনি জানান, এমন কোনো ঘটনাই তার সঙ্গে ঘটেনি। এমনকি ভারতীয় সংবাদমাধ্যম তার কোনো বক্তব্য না নিয়েই এই মনগড়া সংবাদ ছাপিয়েছে।
চঞ্চলের ভাষায়, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই। পুরোপুরি মিথ্যা। এমনকি গত কয়েক মাস যাবত কোনও সাংবাদিকের সঙ্গেই আমার কথা হয়নি। কীভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো, তা আমার জানা নেই।’