রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিট বিক্রি শুরু, জানা গেল দাম

রাহাত ফতেহ আলী খান
রাহাত ফতেহ আলী খান  © সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আয়োজন করা হচ্ছে  ‘ইকোস অব রেভল্যুশন’ নামক কনসার্ট। আগামী ২১ ডিসেম্বর এই  দাতব্য কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে সোমবার (৯ ডিসেম্বর) রাত থেকে টিকিট বিক্রি শুরু করেছে। 

এই প্ল্যাটফর্মে ভিআইপি টিকিট মূল্য ১০ হাজার টাকা। এছাড়াও আরও দুটি টিকিট ক্যাটাগরি হলো ফ্রন্ট রো এবং জেনারেল টিকিট। এই দুই ক্যাটাগরির টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৪৫০০ টাকা এবং ২৫০০ টাকা।

কনসার্টের টিকেট ক্রয়ের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সংঘটিত হচ্ছে। টিকেট সেলিং পার্টনার হিসেবে আমাদের সঙ্গে রয়েছে ‘GET SET ROCK’ নামক একটি প্রতিষ্ঠান। টিকেট ক্রয়ের জন্য 'https://getsetrock.com/' এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং অনলাইনেই পেমেন্ট সম্পন্ন করতে হবে। টিকেট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রদান করা হয়েছে। উল্লেখ্য, অনুষ্ঠানের দিন ভেন্যুর (আর্মি স্টেডিয়াম) গেট খোলা হবে বেলা ২.০০ টায়। গেট বন্ধ হবে সন্ধ্যা ৭.০০টায়। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪.০০টায়। 

কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র‍্যাপার সেজান, র‍্যাপার হান্নান ও সিলসিলার পরিবেশনা থাকবে। আয়োজকেরা জানান, এই কনসার্ট থেকে আয়কৃত অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দেওয়া হবে।এছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী ও মঞ্চনাটক আয়োজন করা হবে।

উল্লেখ্য আর্মি স্টেডিয়ামে এ কনসার্টের আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।


সর্বশেষ সংবাদ