বাংলাদেশে মুক্তি পেল ‘জোকার-২’ সিনেমা

‘জোকার ২’ মুভির একটি দৃশ্য
‘জোকার ২’ মুভির একটি দৃশ্য  © সংগৃহীত

আমেরিকান সাইকো থ্রিলার চলচ্চিত্র ‘জোকার’। জনপ্রিয় এই সিনেমাটির ইতোমধ্যে পাঁচ বছর পূর্ণ হয়েছে। সিনেমাপ্রেমীরা যে দীর্ঘদিন ধরে সিনেমাটির পরবর্তী সিক্যুয়েল দেখার জন্য কতটা মুখিয়ে আছে সেটি আর বলার অপেক্ষা নেই। অবশেষে বাংলাদেশের দর্শকদের জন্য প্রশান্তির খবর নিয়ে এসেছে সিনেমাটির পরবর্তী সিক্যুয়েল। শুক্রবার (১৮ অক্টোবর) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘জোকার ২’। সিনেমাটির অফিসিয়াল নাম ‘জোকার: ফোলি আ দ্যু’।

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, যদিও সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ৪ অক্টোবর। সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিঞ্চিৎ দেরিতে হলেও অবশেষে বাংলাদেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।

জনপ্রিয় নির্মাতা টড ফিলিপসের পরিচালনায় ২০১৯ সালে নির্মিত হয়েছিল ‘জোকার’ সিনেমা। যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এমনকি ছবিটি বিশ্বব্যাপী এক বিলিয়ন মার্কিন ডলার আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর রেটেড’ সিনেমার অন্তর্ভুক্ত হয়েছিল। গতানুগতিকতার বাইরে গিয়ে ভিন্ন আঙ্গিকে নির্মিত এ সিনেমাটি ৯২ তম অস্কার প্রতিযোগিতায় সেরা সিনেমা, সেরা পরিচালকসহ মোট ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। সেখানে সেরা অভিনেতার অস্কার উঠেছে জোকার চরিত্রের তুমুল জনপ্রিয় অভিনেতা জোয়াকিন ফিনিক্সের হাতে।

‘জোকার ২’ মিউজিক্যাল সাইকোলজিক্যাল থ্রিলার। এতে জোয়াকিন ফিনিক্স নানা সমস্যায় জর্জরিত স্ট্যান্ডআপ আর্থার ফ্লেক হিসেবে অভিনয় করেছেন। লেডি গাগা অভিনয় করেছেন 'হার্লে কুইন' চরিত্রে। হার্লিন কুইঞ্জেল গোথাম সিটির আরখাম অ্যাসাইলামের একজন মনোরোগ বিশেষজ্ঞ যিনি জোকারের প্রেমে পড়ার পরে হার্লে কুইন নামে পরিচিত হয়ে ওঠেন। 


সর্বশেষ সংবাদ