বন্যার্তদের সাহায্যে একই কনসার্টে গাইবেন জেমস ও হাসান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ PM
যুক্তরাজ্যের লন্ডনে ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’ নামের একটি কনসার্টের আয়োজন করা হয়েছে দেশের বন্যার্তদের সাহায্য করতে। কনসার্টে বাংলাদেশের দুই খ্যাতিমান ব্যান্ড শিল্পী জেমস ও হাসান গান গাইবেন। অবশ্য আগে ইউরোপের কোনো দেশেই বাংলাদেশের এই দুই শিল্পী একই মঞ্চে গান করেননি।
আগামী ২২ সেপ্টেম্বর ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’ অনুষ্ঠিত হবে লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে। কনসার্টটির আয়োজন করছে ইউরোপ ও যুক্তরাজ্যের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইঅন টিভি।
১৯৭১ সালে বাংলাদেশের যুক্তিযুদ্ধের সময় নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজিত হয়েছিল। ওই অনুষ্ঠানের আদলেই এবারের এই আয়োজন। এবার লন্ডনের এই কনসার্টের নামকরণ করা হয়েছে ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’ নামে।
সাম্প্রতিক বন্যায় দেশের পূর্বাঞ্চলের অনেক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গণমাধ্যমসূত্রে এখন পর্যন্ত ৭১ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দেশের চরম এই সংকটকালে প্রবাসে থেকে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কনসার্টটি করা হচ্ছে।
কনসার্টের মাধ্যমে তহবিল সংগ্রহ করে তা দুর্গত এলাকাগুলোতে পৌঁছে দেওয়া হবে। লন্ডনের বাংলাদেশ দূতাবাস ২২ সেপ্টেম্বরের কনসার্ট ফর নিউ বাংলাদেশ আয়োজনে সার্বিক সহায়তা করছে।