ঢাবির ইতিহাস বিভাগের পাঠ্যসূচিতে ‘কাজলরেখা’ সিনেমা

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের মাস্টার্সের কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাজলরেখা’। ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমা সমালোচক আর দর্শকদের আলোচনায় ছিল ‘কাজলরেখা’। সিনেমাটি বিশেষভাবে নজরে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের।

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম সংবাদমাধ্যমকে বলেন, প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির এক সপ্তাহ পর ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপকরা আমার সঙ্গে যোগাযোগ করেন। তারা জানায়, ‘কাজলরেখা’ সিনেমাটি তারা দেখেছেন। তাদের সিলেবাসের পাঠ্যসূচিতে এটি অন্তর্ভুক্ত করতে চান তারা।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের কোর্সে অন্তর্ভুক্ত হয়েছে ‘কাজলরেখা’। এখন থেকে কোর্স হিসেবে পড়ানো হবে সিনেমাটি। ময়মনসিংহ গীতিকা ‘কাজলরেখা’র পালা নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। সিনেমাটি তৈরি করতে দীর্ঘ এক যুগ গবেষণা করেছেন গিয়াস উদ্দিন সেলিম।


সর্বশেষ সংবাদ