কলকাতায় জুয়েলার্সের বিলবোর্ডে অপূর্ব

কলকাতায় জুয়েলার্সের বিলবোর্ডে অপূর্ব
কলকাতায় জুয়েলার্সের বিলবোর্ডে অপূর্ব  © সংগৃহীত

কলকাতার বুকে যেন এক টুকরো বাংলাদেশ। কলকাতা সড়কের বিলবোর্ডে এখন স্থান করে নিয়েছেন বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বড় বড় অক্ষরে বাংলা লেখা। কলকাতার শহর ছেঁয়ে গেছে বিলবোর্ডে। বিশ্বাসই হবে না আপনি বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে রয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে অপূর্বর একটি স্থিরচিত্র। যেখানে তাঁর গায়ে নানা ধরনের গয়না। অনামিকায় আংটি, হাতে ব্লেসলেট। মুঠোবন্দি সোনারঙা একটি কলম।

এটি পশ্চিমবঙ্গের স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠান অঞ্জলি জুয়েলার্সের বিজ্ঞাপন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটির পেজেই প্রথম স্থিরচিত্রটি সামনে আসে। এরপরই এটি রীতিমতো ভাইরাল। আর একই ছবি টানানো হয়েছে কলকাতার রাস্তায়।বছর কয়েক ধরে ভারতের ‘সিটি অব জয়’খ্যাত এ শহর দখল করে ফেলেছেন জয়া আহসান। এবার সেখানে যোগ হলেন অপূর্ব।

554a9c54-49c6-4ba3-a5ae-c7ba01473363

অপূর্বর স্থিরচিত্রটি সামাজিকমাধ্যমে শেয়ার দিয়ে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন লেখেন, ‘অপূর্বকে ইন্ডিয়ান বিজ্ঞাপনে দেখে গর্ব হচ্ছে খুব। দারুণ ব্যাপার। জনপ্রিয়তা দেশের মানচিত্র পেরিয়ে অন্য দেশে ছড়িয়ে যাওয়া চাট্টিখানি কথা না।’

এমন প্রশংসা করেছেন অনেকেই। সম্প্রতি অপূর্ব কাজ  করেছেন কলকাতার চলচ্চিত্রে। ‘চালচিত্র’ নামের এই ছবির পরিচালক প্রতীম ডি গুপ্ত। ছবিতে শুটিংয়ের জন্য প্রাসাদের নগরী কলকাতাতে ছিলেন এ অভিনেতা। কলকাতার বিভিন্ন স্থানে শুটিংয়ে অংশ নেন তিনি।

পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের ছবি ‘চালচিত্র’তে অপূর্ব ছাড়া আরো অভিনয় করছেন পশ্চিমবঙ্গের টোটা রায় চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় অভিনেতারা। প্রতিম ডি গুপ্তের পরিচালনায় সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন।

এ ছবির কাজের আগে থেকেই কলকাতাতে বেশ জনপ্রিয় অপূর্ব। রয়েছে তার ফ্যানবেজও। আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগালেন কলকাতার জুয়েলারি প্রতিষ্ঠান।

পরিচালক জানিয়েছেন সিনেমাটিতে অপূর্বকে পুলিশের চরিত্রে দেখা যাবে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্ধর্ষ অথচ একাধিক ত্রুটিপূর্ণ এই অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। এই অফিসাররা তদন্তে নামবেন একগুচ্ছ খুনের ঘটনার। তদন্ত করতে করতে দেখা যাবে তা কোথাও গিয়ে যেন ১২ বছর আগে কণিষ্ক চট্টোপাধ্যায়ের কোনো এক পুরোনো কেসে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে চার পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়।


সর্বশেষ সংবাদ