কীভাবে মাথা ফেটেছে, জানালেন শরিফুল রাজ

রাজ-পরী
রাজ-পরী  © সংগৃহীত

কয়েক দিন ধরেই চলচ্চিত্র অঙ্গনে বেশ আলোচনায় আছেন তারকা দম্পতি শরিফুল ইসলাম রাজ ও পরীমণি। সম্পর্কের ভাঙন-গড়নের খবরে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তারা। ভক্তদের কাছেও তারকাদের কাজ ছাপিয়ে তাদের সাংসারিক জীবনের ঝাল-মিষ্টির খবর বেশ আগ্রহ হয়ে দাঁড়ায়। পরীমণি ও রাজ তার ব্যতিক্রম নয়।

তাদের সাংসারিক জীবনের নানা অশান্তি, বিচ্ছেদের গুঞ্জন, আবারও একত্রিত হওয়া সব মিলিয়ে আলোচনায় রয়েছেন এই জুটি। তিন মাস ধরে আলাদা থাকছেন রাজ ও পরী। এর মধ্যেই চলে গেছে রাজ-পরীর সন্তানের জন্মদিনও। ঘটা করে সে আয়োজন করতে দেখা গেছে পরীকে। তবে ছেলের জন্মদিনের আয়োজনে দেখা যায়নি রাজকে! বোঝা যাচ্ছিল দুজনের মধ্যকার বরফ তখনো গলেনি। 

তবে এর মধ্যেই গত ১৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্তান রাজ্যসহ পরীমণি ও শরিফুল রাজের একাধিক স্থিরচিত্র ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি স্থিরচিত্রে পরীমণি ও রাজ একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। আর এসব দেখেই সবাই ধরে নেন মান-অভিমান ভুলে আবারও এক হয়েছেন তারা। তবে ভক্তদের এই ধারণা ভুল প্রমাণ করেছেন এই জুটি।

খবর আসে, রাজ-পরীর বাসা থেকে আবার বেরিয়ে গেছেন। এরপর গত শুক্রবার রাতে দুর্ঘটনার স্বীকার হয়েছিলেন রাজ। মাথায় চারটা সেলাই লেগেছে তার। কীভাবে তিনি আহত হয়েছেন কিংবা মাথা ফাটল, সে-সংক্রান্ত কোনো বিষয় সেসময় জানাননি তিনি। তবে সুস্থ হওয়ার পর রাজ এসব বিষয়ে মুখ খুললেন গণমাধ্যমে।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘তেজগাঁও এলাকা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। তখনই এক্সিডেন্টটা ঘটে। সামনের দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে লেগে যায়। গাড়িতে ধাক্কা লাগার মতো হয়েছিল। তখন আমার গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতে এই জখম হয়েছে।’

জখম হওয়া মাথার তালু প্রসঙ্গে বলেন, ‌‘এখন ভালো আছি।’ তিনি আরও বলেন, ‘ফেসবুক বা কিছু অনলাইন পোর্টালে যেসব তথ্য ছড়ানো হয়েছে, সেসব সত্য নয়। গাড়ি দুর্ঘটনায় সামান্য আহত হয়েছিলাম আমি। সামান্য চিকিৎসা নিতে হয়েছিল। ওই দিনই ঠিকঠাক হয়ে গেছি।’

দুঃখ প্রকাশ করে রাজ বলেন, ‘আমার যা ঘটেনি, তা ছড়িয়ে দেয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক, এসব দেখে-শুনে আমি কষ্ট পাচ্ছি । আমি, পরী ও রাজ্য- এই নিয়ে আমার সংসার। স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে এবং আমাদের মধ্যে কোনো কিছু ঘটলে, যখনই ঠিক করতে যাই, তখনই চারপাশ থেকে কোনো না কোনো একটা ক্যাচাল বা কোনো ইস্যু তৈরি করা হয়।’


সর্বশেষ সংবাদ