শোক দিবসে বশেফমুবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ

শোক দিবসে বশেফমুবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ
শোক দিবসে বশেফমুবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ  © টিডিসি ফটো

জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। সোমবার (১৫ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এর আগে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় আলোচনা সভায় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ট্রেজারার মোহাম্মদ আবদুল মান্নান, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক অধ্যাপক কর্নেল (অবঃ) কাজী শরীফ উদ্দিন, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তার, সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল বারী মামুন, ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশিদুল ইসলাম,সিএসই বিভাগের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, গণিত বিভাগের চেয়ারম্যান রিপন রায়, নবগঠিত অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা আব্দুল হালিম, কর্মচারীদের মধ্যে মনিরুজ্জামান মনি প্রমুখ।

এদিকে সকাল ১০টায় জাতীয় শোক দিবস উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সঙ্গে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়। 

এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মোহাম্মদ সাদীকুর রহমান এবং হাউজ টিউটর ড. সৈয়দ নাজমুল হুদা- এনামুর রহমানের নেতৃত্বে মির্জা আজম হল, ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মোহাম্মদ ফরহাদ আলী এবং হাউজ টিউটর মো. ফখরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মির্জা নুরুন্নাহার বেগম হল, ড. এএইচএম মাহবুবুর রহমান, ইলিয়াস উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদ, মির্জা আব্দুল হালিম - সাব্বির হোসেনের নেতৃত্বে নবগঠিত অফিসার্স অ্যাসোসিয়েশন, এস এম আল-ফাহাদ-আব্দুল গফুরের নেতৃত্বে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শ্রদ্ধা নিবেদন করেন।


সর্বশেষ সংবাদ