নবীনদের বরণ করে নিয়েছে রাবিপ্রবি
- রাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৮:৩৭ PM , আপডেট: ২২ মার্চ ২০২২, ০৮:৫২ PM
শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টায় ঝগড়াবিলস্থ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে একাডেমিক ভবনের পাঁচটি বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ম কানুন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গুচ্ছভুক্ত রাবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি ৬৫০ টাকা
এছাড়াও মাহবুব আরা, সহকারী রেজিস্ট্রার (একাডেমিক), নৃপেন চাকমা, পিএসটু ভিসি (সহকারী রেজিস্ট্রার), মোহাম্মদ কামরুল হাসান, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবীন বরণের এই দিনে সেচ্ছাসেবক সংগঠন বাধঁন বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় করার কর্মসূচি পালন করে। আগামীকাল থেকে সকল নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে নতুন বিষয় হিসেবে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি যুক্ত হয়েছে।