নোবিপ্রবিতে হলের শিক্ষার্থী করোনা আক্রান্ত, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা জারি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাবেক স্পিকার আব্দুল মালেক উকিল হলের এক আবাসিক শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণ এড়াতে নিষেধাজ্ঞা জারি করেছেন হল কর্তৃপক্ষ। 

হল কর্তৃপক্ষের প্রকাশিত নোটিশে এই নিষেধাজ্ঞা জারি এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ করেছে হল প্রশাসন। নোটিশে বলা হয়েছে, মালেক হলের ২০২ নং রুমের আবাসিক শিক্ষার্থী করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় এই রুমে প্রবেশ নিষিদ্ধ এবং সকলকে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে নিশ্চিত করে মালেক হলের সহকারী প্রভোস্ট জামশেদুল ইসলাম বলেন, আমরা পর্যবেক্ষণে রেখেছি। ইতিমধ্যে হলের কিছু শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। আমরা আইসোলেশন সেন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছি, দ্রুত এটি করে আক্রান্ত শিক্ষার্থীদের তত্বাবধানের ব্যবস্থা করা হবে। তবে আপাতত অফলাইন ক্লাস বন্ধ হলেও হল বন্ধ করার কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।


সর্বশেষ সংবাদ