নোবিপ্রবি শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সড়ক অবরোধ করে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সড়ক অবরোধ করে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ  © সংগৃহীত

ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদার (২৩) নিহতের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সোনাপুর জিরো পয়েন্টে সড়ক অবরোধ করেন তারা। এ সময় তারা ‘অজয় হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিতে থাকেন। একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষার্থীরা।

পড়ুন: এবার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নোবিপ্রবি ছাত্রের

এর আগে দুপুর ১টায় সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অজয় মজুমদার নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অজয় সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে।


সর্বশেষ সংবাদ