এবার দুই ছাত্রীসহ ইভটিজিংয়ের শিকার নোবিপ্রবির এক মহিলা কর্মকর্তা

ইভটিজার
ইভটিজার  © টিডিসি ফটো

ফের ক্যাম্পাসে ইভটিজিংয়ের শিকার হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই ছাত্রী ও এক মহিলা কর্মকর্তা। এ বিষয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি অভিযোগপত্র জমা দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষা বিভাগের একজন মহিলা কর্মকর্তা ও দুইজন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর পাশে ডাবের দোকানে গেলে ক্যাম্পাসের অটোরিকশা চালক ভুক্তভোগীদের উদ্দেশ্য ব্যাঙ্গাত্মক শব্দ ব্যবহার করে ইভটিজিং করে। পরবর্তীতে অভিযুক্ত ঈমনকে (২৫) প্রক্টর অফিসে নিয়ে গেলে সেখানে শাস্তি দেওয়া হয় এবং সে ভুক্তভোগীদের নিকট ক্ষমা চেয়ে নেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ইকবাল সুমন বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্ত ঈমনকে অফিসে ডেকে শাস্তি দিয়েছি। পরে তার অভিভাবককে ডেকে এনে তাকে ক্যাম্পাসের আশেপাশে অটোরিকশা চালাতে নিষেধ করেছি।

এর আগে, গত মাসে দুই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে ইভটিজিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নানান উদ্যোগ গ্রহণ করা হয়। এরমধ্যে এ ঘটনা ঘটে।


সর্বশেষ সংবাদ