মাভাবিপ্রবিতে রমাদানকে স্বাগত জানিয়ে ব্যতিক্রমী আয়োজন

মাভাবিপ্রবিতে রমাদানকে স্বাগত জানিয়ে আয়োজন
মাভাবিপ্রবিতে রমাদানকে স্বাগত জানিয়ে আয়োজন  © টিডিসি ফটো

পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানাতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা আয়োজন করেছে ব্যতিক্রমী এক অনুষ্ঠান। রমাদানের পবিত্রতা ও তাৎপর্য ছড়িয়ে দিতে তারা আয়োজন করেছে ব্যানার প্রদর্শনী, ভ্রাতৃত্বের প্রতীক চিরকুট বিনিময় এবং বর্ণাঢ্য র‍্যালি।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মসজিদ গেট থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান হলের সামনে এসে শেষ হয়। 

র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে শোভা পায় ইসলামিক ক্যালেন্ডারের প্রতীক চাঁদ ও তারা, সঙ্গে ছিল হৃদয়গ্রাহী বার্তাবাহী প্ল্যাকার্ড। পুরো আয়োজনে শিক্ষার্থীরা ধর্মীয় অনুপ্রেরণার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন নতুনভাবে অনুভব করেন।

র‍্যালি শেষে ক্যাফেটেরিয়ার মূল ফটকের দুই পাশে স্থাপন করা হয় দুটি এক্স-ব্যানার— ‍‍‍‍“মাহে রমাদানের পয়গাম” ও “প্রশান্তির আহ্বান”। ব্যানারগুলোর মাধ্যমে পবিত্র কোরআনের আয়াত, হাদিস ও রমাদান উপলক্ষ্যে উৎসাহব্যঞ্জক বার্তা তুলে ধরা হয়, যা শিক্ষার্থীদের রমাদানকে আরও অর্থবহভাবে পালন করতে অনুপ্রাণিত করবে।

আয়োজনের বিশেষ অংশ ছিল চিরকুট বিনিময়। পূর্ব ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীরা একে অপরের জন্য রমাদান উপলক্ষ্যে উৎসাহব্যঞ্জক বার্তা লিখে আনেন এবং একে অপরের সঙ্গে কোলাকুলি করে সেই চিরকুট বিনিময় করেন। এতে শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় অনুভূতি আরও সুদৃঢ় হয়।

আয়োজনের অন্যতম উদ্যোক্তা নাজমুল হাসান বলেন, ‘রমাদানকে প্রোডাক্টিভভাবে কাটানোর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। আমরা চেয়েছি, রমাদানের বিশেষত্ব যেন সবার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। আমাদের ব্যানার ও প্ল্যাকার্ডগুলো গুরুত্বপূর্ণ বার্তাবাহী— যা একজন মানুষের চিন্তার জগতে আলো ছড়াতে পারে। আর চিরকুট বিনিময়ের মাধ্যমে আমরা শুধু ভালোবাসাই ভাগাভাগি করিনি, বরং একে অপরকে রমাদানকে অর্থবহভাবে কাটানোর অনুপ্রেরণাও দিয়েছি।’

এ সময় মনিরুল ইসলাম রমাদানের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘রমাদান একটি পবিত্র মাস। এ মাসেই কুরআন নাজিল হয়েছে। কুরআনে এসেছে: ‘রমজান আসলে তোমরা রোজা পালন করো।’ এমনকি কেউ ঈমান ও এহতেসাবের সঙ্গে রোজা রাখলে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে (বুখারী)। রমাদানকে স্বাগত জানিয়ে আজকের এই বর্ণাঢ্য র‍্যালি সফল হোক। প্রতিবার এভাবেই রমজানের র‍্যালি পালিত হোক— সেই আশা ব্যক্ত করছি। রমাদানের পবিত্রতা ছড়িয়ে পড়ুক দিগ্বিদিক। সবাইকে মাহে রমাদানের অগ্রিম শুভেচ্ছা।’


সর্বশেষ সংবাদ