ইউজিসির সামনে মেরিটাইম শিক্ষার্থীদের অবস্থান
- মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০১:২৬ PM
পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজ (১৪ জানুয়ারি) ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরীর কমিশন) সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা ইউজিসির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা দাবিগুলোর পক্ষে স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভ করছেন।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন, সেমিস্টার ফি হ্রাস ও স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে এ কর্মসূচি পালন করছেন। তারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে ইউজিসির সামনে অবস্থান নিয়েছে।
এর আগে সকালে শিক্ষার্থীরা মিরপুর ১২ নম্বরের অস্থায়ী ক্যাম্পাস থেকে ইউজিসির উদ্দেশে লং মার্চ শুরু করেন। ক্যাম্পাসের প্রধান ফটকে তালা লাগিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরে ইউজিসির দিকে যাত্রা করেন।
তিন দফা দাবিতে ইউজিসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত মেরিটাইম ইউনিভার্সিটি দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস পায়নি। এ ছাড়া উচ্চ সেমিস্টার ফি এবং অন্যান্য প্রশাসনিক সমস্যা নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এ আন্দোলনের ধারাবাহিকতায় আজ তারা ইউজিসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে।