যেমন ছিল ভাসানী বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সাল

মাভাবিপ্রবি
মাভাবিপ্রবি  © টিডিসি সম্পাদিত

২০২৪ সাল শেষ হয়ে ২০২৫ সাল শুরু হচ্ছে। পুরাতন বছর কারো জন্য পূর্ণতা বা প্রাপ্তির আবার কারো জন্য হতাশা আর দুঃখের। চাওয়া পাওয়ার এই সময়ের মধ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পার করেছে আরেকটি বছর। ২০২৪ সালে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের নানান সাফল্যের কথা তুলে ধরেছেন দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি সুজন চন্দ্র দাস

ডাটা নিরাপদ রাখবে অধ্যাপক জিয়াউর রহমানের আবিষ্কার
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান সাইবার নিরাপত্তা বিষয়ে গবেষণা করে সাফল্য অর্জন করেছেন। বিটকয়েন এ ব্যবহৃত ব্লকচেইন টেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রয়োগ করে প্রচলিত পদ্ধতির পরিবর্তে সার্টিফিকেট ছাড়াই সেন্সর ডাটা নিরাপদ ও সংরক্ষণ কৌশল উদ্ভাবন করেছেন মাভাবিপ্রবির এই শিক্ষক। এই উদ্ভাবন রেনসমওয়্যার নির্ভর সাইবার আক্রমণ প্রতিরোধে ইন্টারনেট অব থিংস (আইওটি) ডিভাইসসমূহকে নিরাপদ রাখতে সক্ষম।  

বিশ্বসেরা গবেষকের তালিকায় বিশ্ববিদ্যালয়ের ১১৯ গবেষক
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-২০২৪ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১১৯ জন গবেষক। ১ম স্থানে রয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. কাউছার আহমেদ। ২য় স্থানে রয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক বিকাশ কুমার পাল।

ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে রাতভর উত্তপ্ত, আহত ১০
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ২ জন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার পর জননেতা আব্দুল মান্নান হলে সংঘর্ষের সূত্রপাত হয়।

হল ও প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ ভিসি
বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দীর্ঘদিন ধরে চলা নানা ধরনের সমস্যার কোনো সমাধান না করাসহ বিভিন্ন দাবিতে তিনটি হল ও প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়ে সেখানে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২৭ জানুয়ারি) বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের সাথে দিনভর আলোচনা করে কোনো সমাধান না আসায় রাত সাড়ে আটটার দিকে প্রশাসনিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। এর আগে এদিন দুপুরে প্রথম শেখ রাসেল হলের গেটে তালা দেয় শিক্ষার্থীরা। এরপর বিকেলে ও সন্ধ্যায় যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও জননেতা আব্দুল মান্নান হলে তালা দেয় তারা।

৪ ঘণ্টা পর মুক্ত হলেন অবরুদ্ধ ভিসি 
উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন শেখ রাসেল হলের মিল চালুর জন্য ২ সপ্তাহ সময় নিয়েছেন। এছাড়া বাকি দাবিগুলো এখনই সমাধান করতে কাজ করবেন বলে আশ্বাস দিয়ে দীর্ঘ ৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাড়া পেয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পরে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনসহ হলগুলোর তালা খুলে দেন। এসময় প্রশাসনিক ভবনে উপাচার্যের সঙ্গে অবরুদ্ধ থাকা শিক্ষকরাও মুক্তি পান। 

আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলনে চ্যাম্পিয়ন সিরাতুল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দেশের প্রথম ‘আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স ২০২৪’-এর স্পটলাইট টকে চ্যাম্পিয়ন হয়েছেন সিরাতুল কুবরা সিফাত। সম্মেলনে দেশ বিদেশের ৫৭টি প্রতিষ্ঠান থেকে ৫২০ জন গবেষক অংশগ্রহণ করেন সম্মেলনে। এছাড়াও অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ভারতসহ পৃথিবীর ৮টি দেশের গবেষক এবং শিল্প উদ্যোক্তারা। এ সময় স্পটলাইট টকে সেরা পুরস্কার জিতে নেন সিফাত।

মন্দিরের দাবিতে ভিসি কার্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের অবস্থান
কেন্দ্রীয় উপাসনালয়ের দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থান নিয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১:৩০ মিনিট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভাইস চ্যান্সেলর-এর কার্যালয় আবেদনপত্র জমা দিয়ে অবস্থান নিয়েছেন বিভিন্ন বিভাগের ও বিভিন্ন ব্যাচের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। 

ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়েছে
ওয়েবমেট্রিক্স  র‍্যাংকিং-২০২৪ এ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ। গত বছর মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থানে ছিল। এ বছর এক ধাপ পিছনে চতুর্থ স্থানে রয়েছে। 

হলের সহকারী রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
নবনির্মিত শেখ রাসেল হলের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ শহিদুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিবৃতিতে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ১৪ কর্ম দিবসের মধ্যে সুপারিশসহ রিপোর্ট জমার দেওয়ার নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে জানাচ্ছি যে, এ বিশ্ববিদ্যালয়ের 'শেখ রাসেল হল' এর সহকারী রেজিস্ট্রার জনাব মোহাম্মদ শহিদুল ইসলামের অফিসে অনুপস্থিতি, দাপ্তরিক কাজে অবহেলা ও হল প্রশাসনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সংক্রান্ত বিষয়ে এই তদন্ত কমিটি গঠন করা হলো।

সিমাগো র‍্যাংকিংয়ে  প্রথম
স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৪ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিংয়ে বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অবস্থান পঞ্চম। তবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে রয়েছে মাভাবিপ্রবি।

সর্বজনীন পেনশন প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি
সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং এ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। ১২ তলা বিশিষ্ট তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে মাভাবিপ্রবি শিক্ষক সমিতির আয়োজনে এবং প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে কর্মবিরতি পালন করা হয়।

হল থেকে শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
ঈদুল ফিতরের ছুটি পেয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে ছুটেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফাঁকা ক্যাম্পাসে সেই সুযোগে বেড়েছে চোরের উপদ্রব। শনিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের দ্বিতীয় তলার ২১৯ নম্বর রুম থেকে এই চুরির ঘটনা ঘটে। হলে থাকা সিসিটিভি ফুটেজে এক অজ্ঞাত ব্যক্তিকে রুমটিতে ঢুকতে দেখা যায়। ভুক্তভোগী মো. হেনামুল ইসলাম হিমু বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী

স্ত্রীসহ প্রাণ হারালেন ছাত্র আসিফ
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আসিফ মাহমুদ ও তার স্ত্রী। রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাতে গায়ে হলুদ অনুষ্ঠান থেকে ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈর উড়াল সেতু এলাকায় যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আসিফের স্ত্রী তানজীশ বকশী। পরে সাভারে এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পথে আসিফও মারা যান

তীব্র তাপদাহে বন্ধ হচ্ছে না সশরীরে ক্লাস-পরীক্ষা
দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ও অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিলেও ব্যতিক্রম এই বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়টিতে সশরীরেই ক্লাস-পরীক্ষা চলমান থাকছে।

ছাত্রীদের মেসে গোপনে ভিডিও ধারণ, আতঙ্কে শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ঘোষপাড়া এলাকায় ছাত্রী মেসের বাথরুমে ক্যামেরা স্থাপন করে গোপন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে মেস মালিকের ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩মে) দিনব্যাপী মেস মালিকের ছেলের বিচারের দাবিতে প্রক্টর অফিসের সামনে অবস্থান করে শিক্ষার্থীরা। 

মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-উত্তরবঙ্গ সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। টাঙ্গাইলে শহরে তারাই প্রথম আন্দোলন  করেন।

হয়রানির শিকার শিক্ষার্থীদের প্রশাসনের সহযোগিতা
কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী গ্রেপ্তার বা হয়রানির শিকার হলে তাদের সার্বিক সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মুসা মিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

মূল ফটকের তালা ভেঙ্গে ক্যাম্পাসে প্রবেশ শিক্ষার্থীদের
মূল ফটকের তালা ভেঙ্গে (৩ আগস্ট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন  শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে জমায়েত হয়ে স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের অভিমুখে রওনা হয় এবং এক পর্যায়ে গেটে লাগানো তালা ভেঙে সেখানে প্রবেশ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায়সংগত দাবিগুলোর সাথে পূর্ণ সংহতি প্রকাশ করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭২ জন শিক্ষক। 

১২ ঘণ্টার মধ্যে হল খুলে দিতে আল্টিমেটাম
 শনিবার (৩ আগস্ট) প্রথমে প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি নিয়েছেন। তাতে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মুসা মিয়ার কাছে স্মারকলিপি জমা দিয়ে ১২ ঘণ্টার মধ্যে হল খুলে দিতে আল্টিমেটাম দেন। 

ভিসিসহ ৬ শিক্ষকের পদত্যাগ
উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনসহ প্রশাসনিক দায়িত্বে থাকা ৬ জন শিক্ষক পদত্যাগ করেছেন। সোমবার (৫ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তারা পদত্যাগ করেন। উপাচার্য ছাড়াও পদত্যাগ করেছেন প্রক্টর, শেখ রাসেল হলের প্রভোস্ট, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, জাহানারা ইমাম হলের প্রভোস্ট ও শিক্ষার্থী কল্যাণ পরামর্শ কেন্দ্রের উপ-পরিচালক।

ছাত্রলীগের রুম থেকে অবৈধ জিনিস উদ্ধার
বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হল, শেখ রাসেল হল, শহীদ জিয়াউর রহমান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের সভাপতি মানিক শীল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির অন্যান্য নেতা-কর্মীদের রুম তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মদের বোতল, কনডম ও যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১১ই আগস্ট) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের রুম তল্লাশি করে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতন, হুমকি ও ভয়ভীতি দেখতো। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে রাজনীতি বন্ধ করার দাবি জানান। 

সব ধরনের রাজনীতি নিষিদ্ধ
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আজ শনিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড ও অ্যাকাডেমিক কাউন্সিলের আভ্যন্তরীণ সদস্য, ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর ও অফিস প্রধানদের সমন্বয়ে সভায় এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পর্দা করায় হেনস্তা, ছাত্রীর অভিযোগ
ব্যবস্থাপনা বিভাগে ২০২২-২৩ ছাত্রী জান্নাতুন মাওয়া তিশা (মুন) নিকাব পরিধান করে পরীক্ষার হলে নিকাব খোলার বিষয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্লাটফর্ম ফেইসবুক গ্রুপের পোস্টে উল্লেখ করেছেন। 

ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ ১৯ বহিষ্কার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন, হুমকিসহ নানা প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯জন নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আ.লীগপন্থি বিচারপতিদের অপসারণের দাবিতে মানববন্ধন
আওয়ামী লীগ পন্থি বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। বুধবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা বিভিন্ন হল থেকেই তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে স্লোগান দিতে দিতে হল চত্বরে আসেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগের দালালীরা, হুঁশিয়ার সাবধান’, ‘খুনি হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের ঠাঁই নাই আমার

নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপ-উপাচার্য ও কোশাধ্যক্ষ নিয়োগের দাবি

প্রায় দুই যুগেও নিজ বিশ্ববিদ্যালয় থেকে কোনো উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ না দেওয়ায় ক্ষোভ বাড়ছে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা যুক্তি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করার চিত্র দেখা গেছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দকে বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। আওয়ামী সরকার পরবর্তী নতুন সময়ে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. আখন্দকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা সাদরে গ্রহণ করেছেন। এবার নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপ-উপাচার্য ও কোশাধ্যক্ষ নিয়োগের দাবি প্রকট হচ্ছে।  

ছাত্রলীগ নিষিদ্ধে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্রলীগ সংগঠনকে নিষিদ্ধ করায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শিক্ষার্থীরা। (২৩ অক্টোবর) রাত ১০ টার দিকে হল চত্বর আনন্দ মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মাদক সেবন করায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হলের সিট বাতিল
শেখ রাসেল হলে মাদক সেবনের অভিযোগে এক আবাসিক শিক্ষার্থীর সিট স্থায়ীভাবে বাতিল করা হয়। বুধবার (২০ নভেম্বর) হল প্রভোস্ট ড. মো. আবু রাশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীর নাম ও আইডি উল্লেখ করে বলা হয়, হলের অভ্যন্তরে মাদকদ্রব্য (গাঁজা) সেবনের দায়ে শেখ রাসেল হলে তার আসন স্থায়ীভাবে বাতিল করা হলো। আগামী ১২ ঘণ্টার মধ্যে তাকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। আরও বলা হয়, ভবিষ্যতে যে-সব আবাসিক শিক্ষার্থী একই কাজ করবে, তাদের বিরুদ্ধে হল প্রশাসন অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।

প্রকাশ্যে এল মাভাবিপ্রবি ছাত্রশিবির
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাভাবিপ্রবি শাখা। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে প্রকাশ্যে আসল এ সংগঠন। ছাত্রশিবিরের মাভাবিপ্রবি শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন মাভাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান।

আসিফ মাহমুদের আলোচিত উক্তি দিয়ে পরীক্ষার প্রশ্ন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের আলোচিত উক্তি দিয়ে একটি বিভাগের ক্লাস টেস্টের প্রশ্নে ব্যবহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের উন্নয়ন অর্থনীতি কোর্সের ক্লাস টেস্ট প্রশ্নে (Motherland or Death) মাতৃভূমি অথবা মৃত্যু উক্তিটিকে উদাহরণ হিসেবে দেয়া হয়।  

গুচ্ছে বিশেষ মেরিট চেয়ে উপাচার্যকে স্মারকলিপি
মাইগ্রেশন চালু রেখে অতি দ্রুত গণবিজ্ঞপ্তি দিয়ে ফাঁকা আসন পূরণ করার লক্ষ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অপেক্ষমাণ শিক্ষার্থীরা গুচ্ছের আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দের কাছে স্মারকলিপি দিয়েছেন। রবিবার (৮ ডিসেম্বর) বেলা দুইটায় মাভাবিপ্রবি ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এসে তারা এ স্মারকলিপি দেন এবং তাদের দাবিগুলো উপস্থাপন করেন। স্মারকলিপিতে বলা হয়, ‘চূড়ান্ত ভর্তির পর সাধারণ আসন ফাঁকা এবং কোটার বরাদ্দ আসন সাধারণ শিক্ষার্থী দ্বারা পূরণ না করে কার্যক্রম বন্ধ করা এক প্রকার চরম বৈষম্য এবং অবিচার করার শামিল।

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই
আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে হিসাববিজ্ঞান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিএসই বিভাগ। রবিবার (২২ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে জমজমাটভাবে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শহীদ স্মৃতি পাঠচক্র যাত্রা
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং শহীদদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের  চিন্তা চেতনা উজ্জীবিত রাখতে শহীদ স্মৃতি পাঠচক্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় মাল্টিপারপাস ভবনের সামনে “জ্ঞান, ভ্রাতৃত্ব, সংগ্রাম” এই মূলনীতি ধারণ করে  পাঠচক্রের যাত্রা শুরু হয়। এই পাঠচক্রে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

২০২৪ সালে হারিয়ে গেছেন যারা
বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪ সাল। দরজায় কড়া নাড়ছে নতুন আরেকটি বছর। অনেক প্রাপ্তি-অপ্রাপ্তির মাঝে কিছু হারানোর বেদনা ক্যাম্পাসে তৈরি করেছে বিষাদের ছায়া। এ বছর তারা হারিয়েছে বেশ কিছু মেধাবী শিক্ষার্থীকে। হারিয়েছে কর্মকর্তা ও কর্মচারী। তারা আর কোনোদিন ফিরবেন না। কিন্তু রেখে গেছেন তাদের মূল্যবান সৃষ্টিকর্ম ও স্মৃতি। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ৭ জন হারিয়েছে।


সর্বশেষ সংবাদ