ডুয়েট সাংবাদিক সমিতির নেতৃত্বে হাবিবুর- মাহতাব

নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক  © ফাইল ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাংবাদিক সমিতির সভাপতি  নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের হাবিবুর রহমান৷ আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহতাব হোসেন দোলন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৯টায় ডুয়েট সাংবাদিক সমিতির ২০২৪ সেশনের কার্যকরী পরিষদের শেষ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ডুয়েটের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক প্রফেসর  ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত ২০২৫ সেশনের জন্য কার্যকরী পরিষদের তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় সিনিয়র সহসভাপতি মনোনীত হন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আরমান চৌধুরী; সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৪র্থ বর্ষের মাসরুর হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ইমাম উদ্দীন এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগের রোমান উদ্দীন।

এছাড়া অফিস ও দফতর সম্পাদক করা হয়েছে  সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাইফুর রহমান সাব্বির, সাংগঠনিক সম্পাদক ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিহাব উদ্দীন। ক্রিড়া সম্পাদক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৩য় বর্ষের পরাণ হোসেন। প্রচার ও মিডিয়া সম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২য় বর্ষের আসিফ ইকবাল।  সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২য় বর্ষের রাকিবুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয় সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২য় বর্ষের মনির হোসাইনকে।

কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন— মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের ইউসুফ আলী, আর্কিটেকচার ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের মোহনা আক্তার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৩য় বর্ষের হৃদয় হোসাইন, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২য় বর্ষের মোরশেদ হোসাইন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২য় বর্ষের তরিকুল ইসলাম নাঈম।


সর্বশেষ সংবাদ