‘দ্য মোস্ট ভ্যালুয়েবল পেপার অ্যাওয়ার্ড’ পেলেন নোবিপ্রবি শিক্ষক

 শিবলুর রহমান
শিবলুর রহমান  © সংগৃহীত

জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিবছর বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদানের জন্য মূল্যবান গবেষণাপত্রকে 'দ্য মোস্ট ভ্যালুয়েবল পেপার অ্যাওয়ার্ড' প্রদান করে। এ বছর এই অ্যাওয়ার্ড পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিবলুর রহমান।

'স্বল্প ঘনমাত্রার আর্সেনিক এক্সপোজার উচ্চ রক্তচাপ এবং অন্তর্নিহিত আণবিক প্রক্রিয়াগুলোকে কীভাবে প্রভাবিত করে' বিষয়ক গবেষণা পত্রের জন্য তিনি এই অ্যাওয়ার্ড লাভ করেন। 

২০২৩ সালে কেমোস্ফিয়ার জার্নালে ড. শিবলুর রহমানের এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়। এতে সেল লাইন এবং এনিম্যাল মডেল উভয় ব্যবহার করে স্বল্প ঘনমাত্রার আর্সেনিক-প্ররোচিত উচ্চ রক্তচাপের সাথে জড়িত আণবিক প্রক্রিয়াকে চিহ্নিত ও দেখানো হয়েছে। জিচি মেডিকেল ইউনিভার্সিটি এই অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য একটি সার্টিফিকেট এবং পাঁচ লাখ জাপানি ইয়েন সম্মানী প্রদান করেছে।

অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে শিবলুর রহমান বলেন, ‘আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জিচি মেডিকেল ইউনিভার্সিটি এবং আমার পোস্টডক্টরাল সুপারভাইজার প্রফেসর ড. ইছিহারার প্রতি। এই অ্যাওয়ার্ডটি আমাকে আগামীতে আরও ভালো গবেষণা করতে অনুপ্রাণিত করবে বলে আশা করছি।' 

তিনি উল্লেখ করেন, ‘আমি বর্তমানে আমেরিকার স্যাম হিউস্টন স্টেট ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টে গবেষণা করছি এইটা জানতে কীভাবে আর্সেনিক, সিসা, ক্যাডমিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো বিষাক্ত ধাতুর মিশ্রণগুলো বাংলাদেশি গ্রামীণ শিশুদের শৈশব শুরুর দিকে এবং শেষের দিকে মস্তিষ্কের স্বাস্থ্যকে প্রভাবিত করে’।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাদের এ গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল বাংলাদেশের পরিবেশগত নিউরোটক্সিসিটি সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, ড. শিবলুর রহমান আন্তর্জাতিক স্বনামধন্য বিভিন্ন জার্নালে ৩০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনি আর্থ সিস্টেমস এন্ড এনভায়রনমেন্ট এবং এনভায়রনমেন্টাল জিওকেমিস্ট্রি এন্ড হেল্থ জার্নালে অ্যাসোসিয়েট এডিটর হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি অ্যাকাডেমিক সোসাইটির সদস্য এবং বিএমসি পাবলিক হেলথ, ডিসকভার অ্যাপ্লায়েড সায়েন্সেস সহ বেশকিছু স্বনামধন্য আন্তর্জাতিক জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য হিসাবে কাজ করেন।


সর্বশেষ সংবাদ