গুগলের নতুন ফিচারে মিলবে জেমিনি এআই সেবা

গুগল এবং জেমিনি
গুগল এবং জেমিনি

অ্যান্ড্রয়েড ছাড়াও নতুন অপারেটিং সিস্টেম চালু করেছে গুগল। অ্যান্ড্রয়েড এক্সআর নামের এ অপারেটিং সিস্টেম ডিজাইন করা হয়েছে এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর) এবং স্মার্ট চশমার জন্য। এই সিস্টেমে সাপোর্ট করবে গুগলের জেমিনি এআই। অ্যান্ড্রয়েড এক্সআর আসন্ন মিক্সড রিয়েলিটি হেডসেট, স্মার্ট চশমা এবং অগমেন্টেড রিয়েলিটি (এআর) ছাড়াও ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) তে ব্যবহার করা হবে। যদিও অ্যাপেল সম্প্রতি একই ধরনের ভিশন ওএস লঞ্চ করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গুগল অ্যান্ড্রয়েড এক্সআর সিস্টেমটির প্রথম ডেভেলপার প্রিভিউ রিলিজ করেছে, যা ডেভেলপারদের নতুন অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশন এবং গেমগুলো ডেভেলপ করতে সাহায্য করবে। এই প্রিভিউ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারদের দ্বারা ব্যবহৃত টুল সাপোর্ট করে। যেমন অ্যান্ড্রয়েড স্টুডিও, জেটপ্যাক কম্পোজ, এআরকোর, ওপেনএক্সআর এবং ইউনিটি।

অ্যান্ড্রয়েড এক্সআর অপারেটিং সিস্টেমে থাকছে যেসব ফিচার

এই অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা গুগলের জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে এক্সটেন্ডেড রিয়েলিটি অভিজ্ঞতার জন্য বিশেষভাবে ডিজাইন করা ফিচারগুলো পাওয়া যাবে। মূলত ব্যবহারকারীরা অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে পারবেন। বস্তু এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন। এছাড়াও সার্কেল টু সার্চ ফিচারটি ব্যবহার করা যাবে।


সর্বশেষ সংবাদ