বশেমুরবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু 

বশেমুরবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
বশেমুরবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান  © টিডিসি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ম্যাচের মধ্যে দিয় শুরু হলো ১০ দিনব্যাপী আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতা। এ প্রতিযাগিতায় ৩৪টি বিভাগের ফুটবল দল অংশ নিচ্ছে। 

আজ ১৩ নভেম্বর (সােমবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বােধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মাে. সােহেল হাসান। 

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগ কতৃক আয়ােজিত এই ফুটবল প্রতিযােগিতার উদ্বােধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন ও ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মো. রাজিউর রহমান। এ সময় প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্তিত ছিলেন। 

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, আমাদের ছাত্ররা অনেক বেশি খেলাধুলাপ্রিয়। ফুটবল, ক্রিকেট কিংবা অন্যান্য খেলায় ছাত্ররা ভালা ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করতে পারে। আমি চাইবাে শিক্ষার্থীরা ভালাে থাকুক, ভালাে খেলুক, যাতে কােন ধরনের অনাকাঙ্ক্ষিত  ঘটনা না ঘটে এবং একটি সুন্দর পরিবেশ বিরাজ করে।’

আরও পড়ুন: বশেমুরবিপ্রবিতে নৌকার প্রতিকৃতিতে শিক্ষার্থীদের অগ্নিসংযোগ

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সােহেল হাসান বলন, ‘আনন্দময় শিক্ষা ছাড়া শিক্ষা পরিপূর্ণ হয় না। আর খেলাধুলা হচ্ছে আনন্দের অন্যতম অনুষঙ্গ। যা শিক্ষার্থীদর মানসিক ও শারীরিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাই শিক্ষার্থীরা যেনো কোনো ধরনের বিশৃঙ্খলা ও মারামারিতে লিপ্ত না হয়ে খেলােয়াড়সুলভ আচরণের প্রকাশ ঘটিয়ে অনেক দূর এগিয় যাবে।’

উল্লেখ্য, এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হব আগামী ২৬ নভেম্বর।


সর্বশেষ সংবাদ