বশেমুরবিপ্রবি নতুন ভিসি অধ্যাপক হোসেন উদ্দিন শেখ, ওয়েবসাইটে ফের প্রজ্ঞাপন

অধ্যাপক হোসেন উদ্দিন শেখ
অধ্যাপক হোসেন উদ্দিন শেখ  © ফাইল ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখই দায়িত্ব পেয়েছেন। আজ রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে ফের প্রজ্ঞাপনটি দেখা গেছে। 

এর আগে আগামী ৪ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়ে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার পর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। যদিও ঘণ্টাখানেক পর ওয়েবসাইটে সেটি আর খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন: ওয়েবসাইট থেকে উধাও প্রজ্ঞাপন, বশেমুরবিপ্রবি ভিসির নিয়োগ নিয়ে ধোঁয়াশা

এরপর গুঞ্জন উঠেছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখকে বশেমুরবিপ্রবির ভিসি হিসেবে যোগদান করতে নিষেধ করা হয়েছিল। একইসঙ্গে তার নিয়োগ স্থগিত/বাতিল হতে পারে বলেও গুঞ্জন উঠেছিল। যদিও ড. হোসেন উদ্দিন শেখ পরদিন বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। 

এদিকে এ ঘটনার ৫ দিন পর আজ সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে ফের প্রজ্ঞাপনটি দেখা যাচ্ছে। এ বিষয়ে আজ সন্ধ্যায় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, হয়তো ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে এতোদিন প্রজ্ঞাপনটি দেখা যায়নি। এছাড়া আর কোনো সমস্যা নেই বলে তিনি মনে করেন।

এই প্রজ্ঞাপনে তাকে নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে—ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং এ নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর।


সর্বশেষ সংবাদ