বশেমুরবিপ্রবিতে উপাচার্য ও উপ-উপাচার্যের যোগদান

উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য ড. মো. সোহেল হাসান
উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য ড. মো. সোহেল হাসান  © টিডিসি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক হোসেন উদ্দিন শেখর এবং দ্বিতীয় উপ-উপাচার্য  হিসেবে যোগদান করলেন ড. মো. সোহেল হাসান। 

আজ বুধবার  (৩০ অক্টোবর) সকাল ৯টায় উপাচার্য তার অফিসে যোগদান করেন এবং উপ-উপাচার্য বেলা ২টায় তার অফিসে পৌঁছান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা তাদের অভিবাদন জানায়। 

যোগদান করে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সবার নতুন উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবির নতুন ভিসি ঢাবি অধ্যাপক হোসেন উদ্দিন শেখর

উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘আমি রাজনীতিমুক্ত, পুরাদস্তর একজন একাডেমিক মানুষ, ৩২ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, রিসার্চ নিয়ে কাজ করেছি, তোমরা ( শিক্ষার্থীরা) আমাকে সহযোগিতা করলে এই বিশ্ববিদ্যালয়ের সেশনজটসহ মৌলিক সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধান করে বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারি।’

নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মো. সোহেল হাসান বলেন, ‘আমি সত্যিকার অর্থে এই বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এই কাজে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা চাই।’


সর্বশেষ সংবাদ