সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা রুয়েট শিক্ষকদের

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষক সমিতির ডাকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয় কর্তৃক পেনশন সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অর্ন্তভূক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে তারা এ কর্মসূচি ঘোষণা করেছেন।

রোববার (৩০ জুন) রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কামারুজ্জামান রিপন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের যৌথ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত সর্বাত্মক আন্দোলন কর্মসূচির সঙ্গে একাত্বতা প্রকাশ করে রুয়েট শিক্ষক সমিতি কর্মসূচি গ্রহণ করেছে। 

কর্মসূচির মধ্যে রয়েছে-
১. বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের বা ইনস্টিটিউটের সব ক্লাস বন্ধ থাকবে।

২. সব পরীক্ষা বন্ধ থাকবে। সেমিস্টার ফাইনাল, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট ও ভর্তি পরীক্ষাসহ কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

৩. বিভাগীয় প্রধান/ইনস্টিটিউট প্রধান/পরিচালক/দপ্তর প্রধান/শাখা প্রধান অফিসের সব কার্যক্রম বন্ধ রাখবে।

৪. সকল একাডেমিক কমিটি, উন্নয়ন কমিটি, প্রশ্নপত্র মডারেশন কমিটি, তদন্ত কমিটির সভাসহ কোন একাডেমিক বা প্রশাসনিক সভা অনুষ্ঠিত হবে না। অনুষদের ডিনরা ডিন অফিসের কার্যক্রম বন্ধ রাখবেন।

৫. কোনও সিলেকশন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে না।

৭. নবীন বরণ বা এ ধরনের অন্য কোনো অনুষ্ঠানে কর্মসূচী গ্রহণ করা যাবে না।

৮. কোনো সেমিনার ও ওয়ার্কশপের কর্মসূচী গ্রহন করা যাবে না।

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

৯. সব হল প্রভোস্ট হল অফিস বন্ধ রাখবেন, ছাত্র ভর্তি বা অন্য কোন কর্মসূচী গ্রহণ করা থেকে বিরত থাকবেন।

১০. দায়িত্বপ্রাপ্ত কোনো শিক্ষক প্রশাসনিক কোনো দায়িত্ব পালন করবেন না।

শিক্ষক সমিতির নেতারা জানান, এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি চলবে। পাশাপাশি কর্মসূচি চলাকালীন প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রুয়েট প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।


সর্বশেষ সংবাদ